সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অতিথি তুম কব যাওগে', 'সন অফ সর্দার', 'গেস্ট ইন লন্ডন'-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অশ্বিণী ধীর। বলিউডের এই পরিচালকের জীবনে চরম শোক। মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বছরের ছেলেকে হারালেন অশ্বিণী। শোনা গিয়েছে, মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে বুধবার ভোর চারটে নাগাদ ঘটেছে এই ঘটনা।
অশ্বিণী ধীরের ছেলের নাম জলজ। জানা গিয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। শোনা যাচ্ছে, চার বন্ধুর সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন জলজ। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু সাহিল মেন্ডা। অভিযোগ, ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন সাহিল। ভিলে পারলের কাছে ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির অবস্থা দেখে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে জলজদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জলজ ও তাঁর বন্ধ সার্থক কৌশিককে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন চতুর্থ বন্ধু জিমি।
সাহিলের কোনও খবর এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অভিযোগ, গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিল সে। প্রাথমিকভাবে যা শোনা গিয়েছে সেই অনুযায়ী, ভিডিও গেম খেলার জন্য রাতে একসঙ্গে থাকার পরিকল্পনা ছিল চার বন্ধুর। একসঙ্গে নৈশভোজও করেছিল তাঁরা। তার পরই হয়তো লং ড্রাইভে যাওয়ার প্ল্যান হয়। আর তাই-ই কাল হল। ১৮ বছরের ছেলেকে হারিয়ে শোকবিহ্বল পরিচালক অশ্বিণী ধীর ও তাঁর পরিবার।