সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মতো বিপজ্জনক প্রথম ওভার কেউই করতে পারেন না। নতুন বল হাতে যে কোনও দলের ব্যাটিং মেরুদণ্ড ভাঙতে দক্ষ তিনি। তিনি, পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Shah Afridi)।
পাক বাঁ হাতি বোলারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)। এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারতের সামনে পাকিস্তান। তার আগে আরও একবার ভারতীয় দলকে সতর্ক করলেন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের তারকা ক্রিকেটার বলেছেন, ”আফ্রিদির মতো বিপজ্জনক প্রথম ওভার কেউই করতে পারে না।”
[আরও পড়ুন: মার্কিন মুলুকে ট্রাম্পের সঙ্গে গলফে মজে ধোনি, ভাইরাল ভিডিও]
শুধু আফ্রিদির প্রশংসা করেই ক্ষান্ত হননি আকাশ চোপড়া। হ্যারিস রউফ, নাসিম শাহেরও প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আকাশ চোপড়া বলেছেন, ”হ্যারিস রউফও খুব ভাল বোলার। বিভ্রান্তিকর পেস রয়েছে ওর বলে, সেই সঙ্গে বাউন্স পায়। ওর বল খেলার সময়ে ব্যাটারদের মনে হয়, বল ধীরে আসছে কিন্তু বল এসে আঘাত করে ব্যাটের হ্যান্ডলে।” নাসিম শাহর সঙ্গে মহম্মদ শামির মিল খুঁজে পাচ্ছেন আকাশ চোপড়া। সুইং খুব একটা নেই কিন্তু কাটার বেশি করেন পাক তরু পেসার।