shono
Advertisement

Breaking News

Asia Cup 2023: ‘প্রথম ওভারে ওর থেকে বিপজ্জনক কেউ নেই’, কার কথা বলছেন আকাশ চোপড়া?

নতুন বলে যে কোনও সময়ে উইকেট তুলতে দক্ষ এই বোলার।
Posted: 01:57 PM Sep 08, 2023Updated: 03:45 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মতো বিপজ্জনক প্রথম ওভার কেউই করতে পারেন না। নতুন বল হাতে যে কোনও দলের ব্যাটিং মেরুদণ্ড ভাঙতে দক্ষ তিনি। তিনি, পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Shah Afridi)।

Advertisement

পাক বাঁ হাতি বোলারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)। এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারতের সামনে পাকিস্তান। তার আগে আরও একবার ভারতীয় দলকে সতর্ক করলেন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের তারকা ক্রিকেটার বলেছেন, ”আফ্রিদির মতো বিপজ্জনক প্রথম ওভার কেউই করতে পারে না।” 

[আরও পড়ুন: মার্কিন মুলুকে ট্রাম্পের সঙ্গে গলফে মজে ধোনি, ভাইরাল ভিডিও]

 

গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচে চার উইকেট নেন আফ্রিদি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সাতটি উইকেট নেন এই পাক বোলার। আকাশ চোপড়া বলছেন, ”সাদা বলের ক্রিকেটে শাহিন আফ্রিদি বিশ্বসেরা বোলার কিনা, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই এখন যারা খেলছেন, তারা কেউই আফ্রিদির মতো বিপজ্জনক প্রথম ওভার করতে পারে না। সুইং করাতে দক্ষ আফ্রিদি। ও বাউন্স পায়, সেই সঙ্গে অত্যন্ত সাহাসী প্লেয়ার।”

শুধু আফ্রিদির প্রশংসা করেই ক্ষান্ত হননি আকাশ চোপড়া। হ্যারিস রউফ, নাসিম শাহেরও প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আকাশ চোপড়া বলেছেন, ”হ্যারিস রউফও খুব ভাল বোলার। বিভ্রান্তিকর পেস রয়েছে ওর বলে, সেই সঙ্গে বাউন্স পায়। ওর বল খেলার সময়ে ব্যাটারদের মনে হয়, বল ধীরে আসছে কিন্তু বল এসে আঘাত করে ব্যাটের হ্যান্ডলে।” নাসিম শাহর সঙ্গে মহম্মদ শামির মিল খুঁজে পাচ্ছেন আকাশ চোপড়া। সুইং খুব একটা নেই কিন্তু কাটার বেশি করেন পাক তরু পেসার।  

[আরও পড়ুন: রোহিতের ভারত বিশ্বকাপ জিতবে? নেটপাড়ায় ঝড় তুলে দিলেন সৌরভ-বীরু- যুবরাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement