সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত ও পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির জন্য পাক ইনিংসের একটি বলও খেলা হয়নি। ভারত-পাক ম্যাচের আগে থেকেই বৃষ্টির আশঙ্কা ছিল। ভারতের ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। খেলোয়াড়রা মাঠ ছাড়েন। কিছুক্ষণ পরেই আবার মাঠের কভার তুলে ফেলা হয়।
ক্রিকেটাররা তৈরি হন মাঠে নামার জন্য। সেই সময়ে ক্যামেরায় ধরা হয় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। মাঠে নামার আগে রোহিতকে ক্যামেরায় ধরা হলে বিরক্ত ‘হিটম্যান’কে দেখা যায় ইশারা করে কিছু বলছেন ক্যামেরাম্যানকে। তাঁকে যেন দেখানো না হয়, এই ছিল অনুরোধ।
[আরও পড়ুন: ধূপগুড়ি হাতছাড়া হলেই চাপ বাড়াবে দিল্লি! উপনির্বাচনকে পাখির চোখ করে টানা প্রচারে সুকান্ত]
বৃষ্টি বন্ধ হওয়ার পরেই শাহিন আফ্রিদি আঘাত হানেন ভারতের ইনিংসে। বাঁ হাতি পাক পেসারের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। দ্রুত কয়েকটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। এই সময়ে ভারতীয় দলকে টেনে তোলেন হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষান। ভারত লড়াকু স্কোর করে। কিন্তু পাক ইনিংসের এক বলও খেলা হয়নি বৃষ্টির কারণে। ম্যাচ বাতিল হয়।
[আরও পড়ুন: লাগাতার যৌন নির্যাতনের ‘বদলা’, ‘সমকামী’ শিক্ষককে গলা কেটে খুন ১৪ বছরের কিশোরের!]