shono
Advertisement

সাহস থাকলে আপনার পার্টনারকে এই সহজ পাঁচটি প্রশ্ন করে দেখুন

শেষ দুটি প্রশ্ন করার আগে অবশ্যই কয়েকবার ভাবুন৷ The post সাহস থাকলে আপনার পার্টনারকে এই সহজ পাঁচটি প্রশ্ন করে দেখুন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Nov 04, 2018Updated: 09:09 PM Nov 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন অনেক কথা থাকে যা বাবা-মা বা বন্ধুদের সঙ্গেও বলা যায় না৷ তখনই প্রচণ্ড ভাবে প্রয়োজন পড়ে একজন যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনীর৷ যিনি আপনার সমস্ত মনের কথা শুনবেন এবং প্রয়োজনে আপনাকে যথাযোগ্য যুক্তি দেবেন৷ ভালবাসা মানে কখনওই কেবল মাত্র যৌনতা বা শারীরিক সম্পর্ক নয়৷ ভালবাসা মানে মনের কথা ভাগ করে নেওয়া৷ কেবল নিজের সম্পর্কে জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না৷ একই ভাবে নিজের পার্টনার সম্পর্কের আপনার সঠিক জ্ঞান থাকা উচিত৷

Advertisement

জানেন কি, এমন কয়েকটি প্রশ্ন রয়েছে যা সহজেই আপনাকে জানিয়ে দিতে পারে আপনার পার্টনারের অপ্রকাশিত অতীতকে? সাহস থাকলে এই প্রশ্নগুলি একবার নিজের সঙ্গী বা সঙ্গিনীকে করে দেখুন৷

[নীল নির্জনে ডুবছে কৈশোর, চিন্তায় শহরের মনোবিদরা]

চরম মুহূর্তের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা: নিজেকে সাহসী প্রমাণ করতে চাইলে আপনার পার্টনারকে এই প্রশ্নটা করে দেখুন৷ জেনে নিন, তাঁর অতীতের সেই চরম সত্যকে৷ এতে আপনারই লাভ হবে৷ সেই একই কাজ করার আগে আপনিও দু’বার ভাববেন৷

সবচেয়ে আনন্দদায়ক প্রশংসা: কৌশলে জেনে নিতেই পারেন, কোন কথা বললে আপনার সঙ্গী বা সঙ্গিনীটি সবচেয়ে বেশি খুশী হন৷ তাঁর কোন স্বভাব নিয়ে কথা বললে তাঁর সবচেয়ে বেশি ভাল লাগে বা কোন বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি খুশী করে৷

সবচেয়ে আরামদায়ক রাতের পোশাক: রাতের কোন পোশাকে আপনার পার্টনার সবচেয়ে বেশি আরাম অনুভব করে বা রাতেরবেলা আপনাকে তিনি কোন পোশাকে দেখতে চান সেটা জানা আপনার দায়িত্বর মধ্যেই পরে৷ কারণ, রাতের ওই মুহূর্তটা তো কেবল আপনাদের দু’জনেরই৷ ফলে নিজেদের সম্পর্কে গভীরে জানুন৷

[হাত ধরা দেখে বুঝে নিন আপনার উপর সঙ্গীর অনুভূতি কী]

মনের গভীরে থাকা যৌন আকাঙ্ক্ষা: যৌনতার বিষয়ে প্রত্যেকের মনেই নিজ নিজ আকাঙ্ক্ষা থাকে৷ যাকে আমরা ইংরেজিতে ফ্যান্টাসি বলে থাকি৷ প্রত্যেকেই চান তাঁদের পার্টনারে সঙ্গে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে৷ তবে সবক্ষেত্রে যে সেটা সত্যি হয় তা নয়৷ কিন্তু ভাবতে তো অসুবিধা নেই৷ সুকৌশলে জেনে নিন তো আপনার পার্টনারের সেই ফ্যান্টাসি বা গোপন যৌন আকাঙ্ক্ষাটি৷ এটা কিন্তু আপনারই অনেক সুবিধা করবে৷

সবচেয়ে পছন্দের সেক্স পজিশন: যৌনতা নিয়ে প্রত্যেকেরই নিজস্ব ফ্যাসিনেশন থাকে৷ ঠিক যেমন আপনার উচিত নিজের পছন্দের সেক্স পজিশনটি পার্টনারকে জানান৷ তেমনই তাঁরও পছন্দের পজিশনটা আপনার জানা উচিত৷ 

The post সাহস থাকলে আপনার পার্টনারকে এই সহজ পাঁচটি প্রশ্ন করে দেখুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement