সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা শাবির শাহের ঘনিষ্ঠ আসলাম ওয়ানিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পাকিস্তান থেকে আসা বিপুল টাকা জঙ্গিদের মধ্যে বিলিয়ে দেওয়ার অভিযোগে রবিবার ওয়ানিকে গ্রেপ্তার করল ইডি।
ওয়ানির উপর বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর ছিল। তার বিরুদ্ধে হাওয়ালায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর আওতায় রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও ২০১৫-তে একবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় শাহকে গোপনে ২.২৫ কোটি টাকা পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
গত ২৫ জুলাই বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শাহকে গ্রেপ্তার করে ইডি। দিল্লির এক আদালত তাকে ৯ আগস্ট পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতে পাকিস্তান থেকে এই দু’জনের হাতে আসত কোটি কোটি টাকা। সেই টাকাই পৌঁছে যেত কাশ্মীরের যুব সম্প্রদায়ের কাছে। টাকার লোভে অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতাদের নির্দেশে গরিব কাশ্মীরি যুবকরা পুলিশ ও সেনাকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে তদন্তে উঠে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানতে পারে, কাশ্মীরকে অশান্ত রাখতে ও কেন্দ্রীয় সরকারকে টলাতে ব্যক্তিগত হাওয়ালা সংক্রান্ত যোগাযোগ ব্যবহার করত শাহ ও ওয়ানি। ইডি সূত্রে খবর, পাকিস্তান থেকে বেনামে জম্মু ও কাশ্মীরের পহলগামের হোটেল বৈসারণের অ্যাকাউন্টে ঢুকত কোটি কোটি টাকা। ওই টাকা সমাজবিরোধী কাজে ব্যবহৃত হত।
The post কাশ্মীরে অশান্তিতে ইন্ধন, শাহ ঘনিষ্ঠ ওয়ানিকে গ্রেপ্তার করল ইডি appeared first on Sangbad Pratidin.