shono
Advertisement

নিজভূমে পরবাসী, ২১ দিন শিলচরের ডিটেনশন ক্যাম্পে আটক যুবক

This browser does not support the video element.

Posted: 02:03 PM Apr 07, 2019Updated: 02:49 PM Sep 22, 2019
সোমবারের পর থেকে শিলচর ডিটেনশন ক্যাম্পের চৌহদ্দির মধ্যে কড়া নিরাপত্তা বলয়। বাইরের একজনও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আচ্ছা কারাগারে বন্দি হয়ে দিনযাপন কতটা ভয়াবহ হয়? আইনের চোখে অপরাধীরাই এর সঠিক জবাব দিতে পারবে। ডিটেনশন ক্যাম্পের আশপাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা আগে কখনও ভাবার চেষ্টা করেননি। ২১ দিন ধরে শিলচর ডিটেনশন ক্যাম্পে রয়েছেন আনোয়ার নস্কর (নাম পরিবর্তিত)। সংবাদমাধ্যমের প্রতিনিধি শোনার পর কথা বলতে রাজি হলেও চোখে কেমন সন্দেহ। পালটা প্রশ্ন উড়ে এল। তবুও ক্যাম্পের ভিতরের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি হলেন না। বাঁশ ও তারজালির ফাঁক গলে তপ্তদুপুরেও ডিটেনশন ক্যাম্পের অন্দরের যেটুকু নজরে পড়ে শুধু জমাট বাঁধা অন্ধকার। পলকে রোহিঙ্গা স্মৃতি উসকে ওঠে। ৪০ লক্ষ অসমবাসীর ভাগ্য কি অন্ধকারেই!
Advertisement
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার