shono
Advertisement

সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত অতীন বন্দ্যোপাধ্যায়

তাঁর কলমে বারবার উঠে এসেছে দেশভাগের যন্ত্রণা। The post সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত অতীন বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Jan 19, 2019Updated: 04:41 PM Jan 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্য জগতে আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে বিরাট শূন্যস্থান সৃষ্টি হল।

Advertisement

[অপু-কাজলের সম্পর্ক নিয়ে সেলুলয়েডে বিভূতিভূষণের বাকি গল্প]

১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা কেটেছে একান্নবর্তী পরিবারে। তবে দেশভাগের পর চলে আসেন বাংলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। নিজেকে পুরোপুরি সাহিত্য জগতে নিয়োজিত করার আগে সাংবাদিকতা, কারখানার ম্যানেজারের মতো একাধিক পেশায় যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গে। ১৯৮৬ সালে স্থায়ীভাবে কলকাতার বাসিন্দা হয়ে ওঠেন। সাহিত্য জগতে তাঁর অবদান ভাষার প্রকাশ করা কঠিন। উপন্যাসের পাশাপাশি নানা ছোটগল্পও লিখেছেন। বহরমপুরের একটি স্থানীয় ম্যাগাজিন অবসরে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়েছিল। লেখার জগতে তাঁকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিল ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’। মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান তাঁর অনন্য সৃষ্টি। অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’র সঙ্গে গ্রীক ট্র্যাজেডির তুলনা টেনেছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। 

[নির্মল ধরের ‘উর্বশীদের দিনরাত্রি’-র সৌজন্যে ফিরে দেখা সিনে সুন্দরীদের]

অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে বারবার উঠে এসেছে দেশভাগের যন্ত্রণা, সবহারাদের কাতরতা। এছাড়াও লিখেছেন একগুচ্ছ কিশোর উপন্যাস। যার মধ্যে উল্লেখযোগ্য, রাজার বাড়ি, নীল তিমি, উড়ন্ত তরবারি, হীরের চেয়েও দামি। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত এই সাহিত্যিকের প্রয়াণের সঙ্গে একটি যুগের অবসান ঘটল। শোকের ছায়া সাহিত্য মহলে।

The post সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত অতীন বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement