shono
Advertisement

ছাগলের ‘তৃতীয় সন্তানের’ মতো লাফাচ্ছে এটিকে: সঞ্জয় সেন

জনপ্রিয়তার নিরিখে আই লিগ যে টেক্কা দেবে আইএসএল-কে তাও প্রকাশ্যে জানিয়ে দেন তিনি৷ The post ছাগলের ‘তৃতীয় সন্তানের’ মতো লাফাচ্ছে এটিকে: সঞ্জয় সেন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Dec 24, 2016Updated: 12:46 PM Dec 24, 2016

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: বাংলার ফুটবলের মুখ কখনও এটিকে হতে পারে বলে মনে করছেন না সঞ্জয় সেন৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে-র লম্ফঝম্পকে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে তুলনা করলেন তিনি৷ যা বিতর্কের ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সঞ্জয় সেন৷ শুক্রবার মোহনবাগান কোচ মিলিত হয়েছিলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে৷ সেখানেই তিনি দুই প্রধানকে এগিয়ে রেখে তুলোধনা করেন এটিকে-কে৷ এমনিতেই তিনি আইএসএল বিরোধী হিসেবে পরিচিত৷ ফলে আইএসএল-এর বিপক্ষে তিনি বলবেন এটাই স্বাভাবিক৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে’র এক কর্ণধার মন্তব্য করেছিলেন, জনপ্রিয়তার নিরিখে বাংলায় সবাইকে ছাপিয়ে গিয়েছে এটিকে৷ “কারা কী বলছে জানি না৷ যদি এমন ধরনের কেউ মন্তব্য করে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন৷ আসলে ছাগলের তৃতীয় সন্তানরা বড্ড বেশি তিড়িং বিড়িং করে৷ এটিকে কর্তারা হলেন সেই ছাগলের তৃতীয় সন্তানের মতো৷ তাঁরা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মনে করছেন, সব জয় করে নিয়েছেন৷ তাই যা খুশি বলে যাচ্ছেন৷ নাহলে এমন মন্তব্য কেউ করে নাকি?” দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের জনপ্রিয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “দুই প্রধান তার জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দীর্ঘদিনের সাফল্যকে সঙ্গী করে৷ একশো বছর অতিক্রম করা এক একটা ক্লাব৷ তাদের কাছেই তো মানুষ ছুটবে৷ দু’একটা সাফল্য পেয়ে যদি কারও মাথা ঘুরে যায় তাহলে অবশ্য আলাদা কথা৷”

৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আই লিগ৷ জনপ্রিয়তার নিরিখে আই লিগ যে টেক্কা দেবে আইএসএল-কে তাও প্রকাশ্যে জানিয়ে দেন তিনি৷ মোহনবাগান কোচ আইএসএল নিয়ে যতটা সরব ততটাই নীরব নিজের দল সম্পর্কে৷ তবে মনের মতো দল যে পেয়ে গিয়েছেন তাও প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷ “আমার চাহিদা খুবই সামান্য৷ কর্তাদের কথা মাথায় রেখে একটা তালিকা জমা দিয়েছিলাম৷ সেই তালিকায় বেশি অদল-বদল চাইনি৷ গতবার আমরা তো খুব খারাপ খেলিনি৷” বলছিলেন সঞ্জয় সেন৷

The post ছাগলের ‘তৃতীয় সন্তানের’ মতো লাফাচ্ছে এটিকে: সঞ্জয় সেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement