shono
Advertisement

রামনাম চলাকালীন তুমুল ঝড়ে ভাঙল তাঁবু, রাজস্থানে মৃত অন্তত ১৪

রাজস্থানের বারমেরের দুর্ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে গেহলট প্রশাসন৷ The post রামনাম চলাকালীন তুমুল ঝড়ে ভাঙল তাঁবু, রাজস্থানে মৃত অন্তত ১৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Jun 23, 2019Updated: 02:10 PM Jun 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন রাজস্থানে তাঁবু ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের৷ আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে৷ জরুরিকালীন পরিস্থিতিতে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ভেঙে পড়া তাঁবুতে কেউ আটকে রয়েছেন কি না, উদ্ধারকারী দল নামিয়ে তা দেখা হচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নেই! মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি খারিজ করল ভারত]

ঘটনা রবিবার বিকেলের৷ রাজস্থানে বারমেরে জসোল গ্রামের একটি স্কুলের রামনাম অনুষ্ঠান চলছিল৷ তাঁবু খাঁটিয়ে অনুষ্ঠানে দেখার জন্য ভিড় করেছিলেন বহু মানুষ৷ আচমকাই আবহাওয়ার অবনতি হয়৷ মরু এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়৷ প্রবল ঝড়ে তাঁবুগুলি ভেঙে পড়ে৷ তার নিচে চাপা পড়েন বেশ কয়েকজন৷ অনুষ্ঠান সহসাই বদলে যায় আতঙ্কে৷ বারমেরের অতিরিক্ত পুলিশ সুপার নিভ সিং জানিয়েছেন, ‘রাম-কথা পাঠ হচ্ছিল সেখানে৷ প্রবল ঝড়ে তাঁবুটি ভেঙে তার নিচে চাপা পড়ে যান অনেকে৷’ ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়৷ একে একে সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়৷ ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে৷ আহত অবস্থায় এখনও ৫০ জন চিকিৎসাধীন হাসপাতালে৷

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি খোঁজখবর নিতে শুরু করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ আহতদের যাতে ভালভাবে চিকিৎসা হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীদের৷ উদ্ধারকাজে আরও গতি আনার কথা বলেছেন৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তার জন্য যথাযথ তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই সংক্রান্ত একটি তদন্তকারী দল তৈরি করতে চলেছে জেলা পুলিশ৷ টুইট করে গেহলটের বক্তব্য, ‘জসোলের ঘটনা খুবই দুঃখজনক৷ নিহতদের আত্মার শান্তি কামনা করি৷ আহতদের সঙ্গে সবরকমভাবে আছি৷ দ্রুত তাঁদের আরোগ্যের জন্য প্রার্থনা করছি৷’  

[আরও পড়ুন: অফিস থেকে ফেরার পথে দুষ্কৃতীদের গুলি, গুরুতর জখম মহিলা সাংবাদিক]

খবর পৌঁছেছে দিল্লিতেও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করেছেন৷ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে চিহ্নিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ আহতদের দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন৷

The post রামনাম চলাকালীন তুমুল ঝড়ে ভাঙল তাঁবু, রাজস্থানে মৃত অন্তত ১৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement