নন্দন দত্ত, সিউড়ি: বাসি খিচুড়ি খেয়ে মারাত্মক বিষক্রিয়া। বীরভূমের সিউড়িতে অসুস্থ শিশু-সহ অন্তত দেড়শো গ্রামবাসী। অসুস্থদের মধ্য়ে অন্তত ৩৫ জনই শিশু। নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গ্রামে একটি মেডিক্যাল দল পাঠান হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, কারও শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাঁদের সিউড়িতে স্থানান্তরিত করতে হবে।
বুধবার রাতে বৈশাখের হরিবাসর শেষে ধুলোট ছিল। সেই উপলক্ষে সিউড়ির (Suri) কাঁকরতলা থানার বড়রা গ্রামের বাগদিপাড়া লাইনপাড়ে রাত্রে খিচুড়ির আয়োজন হয়েছিল। বুধবার রাতে সকলের সঙ্গে বসে খিচুড়ি প্রসাদ খেয়ে অনেকেই বাটি ভর্তি করে খিচুড়ি বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সেই রাতে আনা খিচুড়ি ফের খান ওই পাড়ার বাসিন্দারা। সকালের দিকে সমস্যা না হলেও বিকেল থেকে নানা উপসর্গ দেখা যায়। অসুস্থ (Ill) হয়ে পড়েন অনেকে। বাড়িতে বাড়িতে শুরু হয় বমি এবং ঘন ঘন মলত্যাগ।
[আরও পড়ুন: কবি যখন বন্দুকধারী! স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলাকারীর পরিচয় প্রকাশ্যে]
এলাকাবাসী শেখ জয়নাল জানান,'' বাসি খিচুড়ি খেয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সকলে এই বিপদের সময়ে তাঁদের পাশে আছি।'' গ্রামবাসী কাঞ্চন অধিকারী বলেন, খবর পেয়ে পঞ্চায়েত প্রধান থেকে তৃণমূলের সব কার্যকর্তা গ্রামে হাজির হয়েছেন। নাকড়াকোন্দা থেকে একটি মেডিক্যাল দলও গ্রামে পৌঁছেছে। চিকিৎসক সব্যসাচী রায়ের বক্তব্য, ''গ্রামেই প্রথমে চিকিৎসা শুরু হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতালে শিশু-সহ ৩৫ জন ভর্তি। ওষুধে প্রাথমিকভাবে কাজ দিয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সিউড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুল্যান্স রেডি করা আছে। আমরা রোগীদের উপর নজর রাখছি।'' একইসঙ্গে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খিচুড়ির নমুনা সংগ্রহ করে সেটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
দেখুন ভিডিও: