shono
Advertisement

নিশীথ প্রামাণিকের খাসতালুক বিজেপি কার্যালয়ে আগুন, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

থমথমে গোটা এলাকা, চলছে পুলিশি টহলদারি।
Posted: 11:03 AM Jan 22, 2021Updated: 11:52 AM Jan 22, 2021

বিক্রম রায়, কোচবিহার: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা। এবার রাতের অন্ধকারে বিজেপি (BJP) কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

Advertisement

শুক্রবার দিনহাটার ডেটাগুড়ি বাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ডেটাগুড়ি বাজার এলাকার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যার জেরে পার্টি অফিসের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ডেটাগুড়ি এলাকা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) খাসতালুক হিসেবে পরিচিত। বিজেপির এই পার্টি অফিসে গত এক মাসে এটা দ্বিতীয় হামলা। এর আগে এ মাসের একেবারে গোড়ার দিকে ডেটাগুড়ির এই বিজেপি কার্যালয়েই ভাঙচুরের অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। সেসময়ও শাসকদল অভিযোগ অস্বীকার করে। এবারেও একইভাবে ঘটনার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর জন্যই বাংলায় মুসলিমদের এত দুর্দশা’, তোপ দিলীপ ঘোষের]

তবে, এই অগ্নিকাণ্ড ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এখনও থমথমে গোটা এলাকা। দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী শুক্রবার সকাল থেকেই এলাকায় পুলিশি টহলদারি চালাচ্ছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজনৈতিক হিংসার অকুস্থল হয়ে উঠছে দিনহাটা। এমাসের শুরুর দিকেই দিনহাটার ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষে গুলি চলেছিল। এক ব্যবসায়ী ও এক সিভিক ভলান্টিয়ার সেই ঘটনায় জখম হন। সেই ঘটনা নিয়েও শাসক বিরোধী টানাপোড়েন চলেছে বেশ কয়েকদিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার