সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : গঙ্গোত্রী বিধানসভাকেন্দ্র যার, সেই দলই রাজ্যে সরকার গঠন করে। এমনই ‘মাহাত্ম্য’ এই আসনের। বছরের পর বছর ধরে চলে আসছে এই ধারা। এ বছরও তার অন্যথা হয়নি। শনিবার ভোটের ফল প্রকাশের পর দেখা যায় গঙ্গোত্রীর কংগ্রেস প্রার্থী বিজয় পাল সিং সজ্জনকে হারিয়ে জয়ী হন বিজেপির গোপাল সিং রাওয়াত। এদিকে উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে ৫৭টিই দখলে রাখে গেরুয়া শিবির।
চলে গেলেন বাগবাজারের প্রতিমার রূপ দেওয়া শিল্পী
গঙ্গোত্রী আসনটিতে যে দলের প্রার্থী জিতবে, রাজ্যের মসনদে সেই দলের স্থান পাকা। ২০০০ সালে নতুন রাজ্য উত্তরাখণ্ড তৈরি হওয়ার পর ২০০২ সালে সে রাজ্যে প্রথম ভোট হয়। জয়ী হন কংগ্রেস প্রার্থী। রাজ্যেও ক্ষমতায় আসে কংগ্রেস। ২০০৭ সালে বিজেপি প্রার্থী জয়ী হন, সঙ্গে ক্ষমতায় বিজেপি। ২০১২ সালে ফের গঙ্গোত্রী আসনে জয়ী হয় কংগ্রেস। সঙ্গে উত্তরাখণ্ডেও ক্ষমতা কায়েম করে তারা। ২০১৭তে দেবভূমিতে পদ্মের ছড়াছড়ি।
সংগীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর জেরে গ্রেপ্তার গাড়ির চালক
স্থানীয়রা বলেন, সবই মা গঙ্গার আশীর্বাদ। তিনি এই আসনের জয় দিয়েই বুঝিয়ে দেন, রাজ্যবাসী কী চাইছেন। মা গঙ্গার আশীর্বাদ ছাড়া কখনও উত্তরাখণ্ডের ভাগ্য নির্ধারণ সম্ভব নয়, বলেন গঙ্গোত্রী ধামের এক পুরোহিত। ২০১৭ সালের বিধানসভা ভোটে গঙ্গোত্রী আসনে পদ্মফুল-হাত, দু’দলেরই হেভিওয়েট প্রার্থী ছিল। স্থানীয়রা বলছেন, বিজেপির উপর এবার মা গঙ্গার আশীর্বাদ ছিল। ভোটের মার্কশিট সেটাই বুঝিয়ে দিল।
The post গঙ্গোত্রী বিধানসভা যার, রাজ্যের মসনদে সেই দলই! appeared first on Sangbad Pratidin.