সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনগরে মরসুমের প্রথম তুষারপাতে আহ্লাদে আটখানা পর্যটকরা। কিন্তু, বিপদে পড়েছে ভারতীয় সেনা। কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিন্ত্রয়ণরেখার কাছে ধসে চাপা পড়েছে সেনাঘাঁটি। নিখোঁজ তিনজন জওয়ান। তাঁদের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী।
[২০০০ টাকার নোট কি উঠে যেতে পারে? কী জানাল আরবিআই?]
আর বেশিদিন যে অপেক্ষা করতে হবে না, সে ইঙ্গিত আগেই মিলেছিল। মাঝ-ডিসেম্বরে মরসুমে তুষারপাতে সাক্ষী থাকল জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। সোমবার বিকেল থেকেই শহরে বৃষ্টি নেমেছিল। রাতের দিকে শুরু হয় তুষারপাত। মঙ্গলবার সকালেও তুষারপাত হয়েছে শ্রীনগরে। পুরু বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। সেনা সূত্রে খবর, প্রবল তুষারপাতে ধস নেমেছে বান্দিপোরা জেলায়। ধসে গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাজে ভারতীয় সেনার একটি ঘাঁটি চাপা পড়ে গিয়েছে। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গুরেজ সেক্টরে মানি পোস্টে ধসে তিনজন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ জওয়ানদের সন্ধানে তল্লাশিতে নেমেছে সেনাবাহিনী। তবে প্রবল তুষারপাতের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। শ্রীনগরের মতো পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে বান্দিপোরার জেলায় গুরেজ সেক্টর। সোমবার রাত লাগাতার তুষারপাত হচ্ছে। রাস্তায় পাঁচ ফুটের বেশি পুরু বরফের আস্তরণ পড়েছে। প্রবল তুষারপাত সোমবার থেকে নিখোঁজ এক সেনা আধিকারিকও।
[নারকীয় হত্যা নাকি গুজব, যুবকের মৃত্যুকে ঘিরে কর্নাটকে কং-বিজেপি চাপানউতোর]
কয়েক মাস আগেও কার্গিল, বাটালিক-সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাতে ধস নেমেছিল। ধসে চাপা পড়েছিল সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি। লাদাখে বাটালিক সেক্টরে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিনজন জওয়ানের। কাকসার সেক্টরেও বেশ কয়েকটি সেনাঘাঁটি ধসে চাপা পড়েছিল। কোনওমতে জওয়ানদের উদ্ধার করা হয়েছিল।
[‘জয় শাহর কীর্তি সামনে আসতেই দুর্নীতি নিয়ে নীরব মোদি’]
The post কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল ভারতীয় সেনাঘাঁটি, নিখোঁজ ৩ জওয়ান appeared first on Sangbad Pratidin.