shono
Advertisement

শুধু ফুসফুস নয়, করোনায় ক্ষতি হয় হার্ট এবং কিডনিরও! নয়া আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর কথায়

নয়া গবেষণার দাবি, কেবল হৃদযন্ত্র নয়, কিডনিকেও সংক্রমিত করতে পারে কোভিড-১৯। The post শুধু ফুসফুস নয়, করোনায় ক্ষতি হয় হার্ট এবং কিডনিরও! নয়া আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর কথায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Sep 27, 2020Updated: 05:38 PM Sep 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন জানা ছিল, কোভিড-১৯-এর (COVID-19) দাপটে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু নয়া গবেষণায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, কেবল ফুসফুস নয়, হৃদরোগের সমস্যাও বয়ে আনতে পারে এই মারণ ভাইরাস। সংক্রমণ ছড়াতে পারে কিডনিতেও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের (Harsh Vardhan) বক্তব্যে উঠে এল এই নতুন গবেষণার কথা।

Advertisement

সাপ্তাহিক ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এই নতুন গবেষণা সম্পর্কে অবহিত রয়েছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, জনস্বাস্থ্যের উপর করোনার প্রভাব এবং এবিষয়ে সরকারের কী পরিকল্পনা? উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘নতুন গবেষণা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। যেখানে দাবি করা হয়েছে কোভিড-১৯ কেবল শ্বাসজনিত অসুখই বয়ে আনে না। শুধু ফুসফুস নয়, হৃদযন্ত্র ও কিডনির উপরেও প্রভাব ফেলতে পারে এটা।’’

[আরও পড়ুন ; জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন প্রয়োগে তৈরি হচ্ছে অ্যান্টিবডি, দাবি সংস্থার]

তিনি আরও বলেন, ‘‘এই ধরনের গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি কোভিড-১৯ থেকে শ্বাসজনিত অসুখ ছাড়াও কী ধরনের সমস্যা হতে পারে। যদিও এই ধরনের গবেষণাগুলি খুবই কম নমুনার উপরে করা হয়। সুতরাং, এই সমীক্ষাগুলির ফলাফলের উপর ভিত্তি করে সামগ্রিক জনসংখ্যার ক্ষেত্রে কোনও সিদ্ধান্তে আসতে চাইলে, তা ভুল হবে। যাই হোক, সমস্যাটি যে কোনও সময় গুরুতর হয়ে উঠতেই পারে। সেই কারণেই আমরা একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছি যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করবে। আমরা আমাদের আইসিএমআর-এর মতো প্রতিষ্ঠানগুলিকে এই ধরনের বিষয়ে সক্রিয় অধ্যয়ন করার আরজি জানিয়েছি।’’

[আরও পড়ুন ; চিনা প্রভাব খর্ব করতে তৎপর নয়াদিল্লি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদির]

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী এদিন সকলের কাছে অনুরোধ করেন, ধর্মীয় স্থানে মাস্ক না খোলার জন্য। তিনি বলেন, ‘‘মাথায় রাখুন, ঈশ্বর কখনও মাস্ক পরাকে নিষিদ্ধ করেননি। আর কেবল মন্দিরই নয়, যে কোনও জনবহুল স্থানে গেলেই দয়া করে মাস্ক পরুন।’’

The post শুধু ফুসফুস নয়, করোনায় ক্ষতি হয় হার্ট এবং কিডনিরও! নয়া আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর কথায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement