shono
Advertisement

আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল

দেশ জুড়ে একের পর এক মূর্তি ভাঙার প্রেক্ষিতে একথা বলেন তিনি৷ The post আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:20 PM Apr 30, 2018Updated: 05:24 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দলিত নেতা বি আর আম্বেদকর একজন ব্রাহ্মণ ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একজন ব্রাহ্মণ৷’ গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদীর মন্তব্যে শোরগোল গোটা দেশে৷ তিনি বলেন, ‘একথা বলতে আমার কোনও দ্বিধা নেই যে বি আর আম্বেদকর একজন ব্রাহ্মণ ছিলেন৷ একজন শিক্ষিত মানুষকে ব্রাহ্মণ বলতে কোনও আপত্তি নেই আমার৷’

Advertisement

[ন’বছরে একবারও হয়নি সঙ্গম, বিয়ে বাতিল করল আদালত]

শুধু সংবিধানের জনককেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ব্রাহ্মণ বলে আখ্যা দেন ভদোদরার রওপুরা কেন্দ্রের বিজেপি বিধায়ক৷ ত্রিবেদী বলেন, ‘আমি তো বলব, মোদিজিও একজন ব্রাহ্মণ৷’ গান্ধীনগরে ব্রাহ্মণদের এক ব্যবসায়িক সম্মেলনে একথা বলেন স্পিকার৷ দেশ জুড়ে একের পর এক বি আর আম্বেদকরের মূর্তি ভাঙার প্রেক্ষিতে তিনি একথা বলেন৷ তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে একথা বলছেন, সেই রবিবারও ঝাড়খণ্ডের গিরিডিতে আম্বেদকরের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয়দের দাবি, সকালে উঠে তাঁরা দেখতে পান দুষ্কৃতীরা আম্বেদকরের মূর্তির মুণ্ডচ্ছেদ করেছে৷ স্থানীয়রাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ তাঁদের আশা, দ্রুতই দুষ্কৃতীরা ধরা পড়বে৷

শুধু গিরিডিতেই নয়, মার্চ মাসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সিদ্ধার্থনগর ও এলাহাবাদেও দু’টি আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে৷ এপ্রিলে উত্তরপ্রদেশে একটি মূর্তি ভাঙা হলেও পরে যোগী আদিত্যনাথের প্রশাসন সেটি মেরামত করে৷ তবে সেই মূর্তির গায়ে গেরুয়া রঙ করা নিয়ে নয়া বিতর্ক জন্ম নিয়েছে৷

[ঐতিহাসিক লালকেল্লাকে ডিজনিল্যান্ডে পরিণত করতে চায় কেন্দ্র, তোপ তৃণমূলের]

The post আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার