সুব্রত বিশ্বাস: সোনা, রুপোর গয়না, অ্যান্ড্রয়েড ফোন ও নগদ টাকা-সহ ব্যাগ ঘুরে বেড়াল বিভিন্ন ট্রেনে। বোমাতঙ্কে কেউ ছুঁয়েও দেখল না। পরে তা উদ্ধার করে আরপিএফ মালিকের হাতে ফিরিয়ে দিল। বেলুড়বাসী শম্ভু রজক একে ‘বরাত’ বলে আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ব্যান্ডেলের আরপিএফকে।
বুধবার সন্ধ্যায় পরিবারের সাথে রিষড়া থেকে বেলুড়ে আসছিলেন সাঁপুইপাড়ার বাসিন্দা শম্ভু রজক। বেলুড়ে তারা নেমে গেলেও ট্রেনে ফেলে যান লেডিজ ব্যাগ। যাতে ছিল সোনা ও রুপোর গহনা, অ্যান্ড্রয়েড ফোন ও নগদ টাকা। প্রায় লক্ষাধিক টাকার সম্পদ ফেলে নেমে যাওয়ার পর তাদের হুঁশ আসে। আরপিএফকে যখন জানান, তখন ডাউনের ট্রেন হাওড়া পৌঁছে ফের ব্যান্ডেলের দিকে রওনা দিয়েছে অনেক আগেই।
[আরও পড়ুন: পিছন থেকে ধাক্কা মারা হয় মুখ্যমন্ত্রীকে! দুর্ঘটনা নিয়ে বড় আপডেট এসএসকেএমের]
এর পর ব্যান্ডেলে রাত ন’টার পর ট্রেনটি ঢোকার পর আরপিএফ নির্ধারিত কোচের কাছে যাওয়ার পরই যাত্রীরা জানান, একটা সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। সেটি খুলে আরপিএফ সব গয়না উদ্ধর করে। বৃহস্পতিবারই তা মালিক শম্ভু রজককে ফিরিয়ে দেয়।