shono
Advertisement

‘মোদি ও বিজেপির হাতে আমাদের দেশ পুড়ছে’, ফের টুইটারে তোপ নুসরতের

কীসের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য তৃণমূল সাংসদের?
Posted: 07:43 PM Oct 31, 2020Updated: 07:43 PM Oct 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং ভারতীয় জনতা পার্টিকে (BJP) তোপ দাগলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। এবার তাঁর অভিযোগ, মোদি আর বিজেপির হাতে পুড়ছে গোটা দেশ।

Advertisement

‘বিজেপিই অতিমারী’ – রাস্তায় নেমে এই স্লোগান তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ (savebengalfrombjp.com) কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। যেভাবে কোনও বিপর্যয়ের মুখে ফেসবুক জানতে চায়, কোথায় কতজন সুস্থ আছেন, নিরাপদে আছেন তা চিহ্নিত করে জানাতে। একেবারে সেই পদ্ধতিতে “নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করুন” (Mark Yourself Safe from BJP) স্লোগান দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই শনিবার টুইটারে এই মন্তব্য করেছেন নুসরত জাহান। বসিরহাটের তৃণমূল সাংসদ (TMC MP) লেখেন,

“শ্রী নরেন্দ্র মোদি আর বিজেপির হাতে আমাদের দেশ পুড়ছে। পাঁচ লক্ষেরও বেশি মানুষ রাজনৈতিক হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাকে বাঁচাতে নিজে সুরক্ষিত হিসেবে মার্ক করুন।”

[আরও পড়ুন: করোনা আবহে কীভাবে লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা-মিমি-ঋতাভরীরা? দেখুন টলি তারকাদের ছবি]

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন নুসরত। কখনও মোদিকে ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট না করে বেকারদের কাজ দেওয়ার পরামর্শ দিয়েছেন, কখনও আবার “মোদিবাবু GDP বেকাবু” বলেও কটাক্ষ করেছেন। থাথরাস কাণ্ডেও (Hathras Gang rape) নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। পুজোর পর ফের রণং দেহি মেজাজে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপালেন তিনি।

[আরও পড়ুন: একইরকম সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, আজও করা হয়নি ডায়ালিসিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement