shono
Advertisement

হোলি আর্টিজান মামলায় সাজা ঘোষণা, ‘রাজীব গান্ধী’-সহ ৭ জনের মৃত্যুদণ্ড

বেকসুর খালাস পেল বড় মিজান। The post হোলি আর্টিজান মামলায় সাজা ঘোষণা, ‘রাজীব গান্ধী’-সহ ৭ জনের মৃত্যুদণ্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Nov 27, 2019Updated: 12:24 PM Nov 27, 2019

সুকুমার সরকার, ঢাকা: হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় বুধবার সাজা ঘোষণা করল ঢাকার বিশেষ আদালত। ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

Advertisement

এদিন, আট আসামির মধ্যে জেএমবি সদস্য বড় মিজানকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দেয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী-সহ বাকি সাত দোষীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। এই মামলায় গ্রেপ্তার আট জঙ্গির নাম হচ্ছে- রাশেদ ওরফে র‍্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ।

এদিনের সাজা ঘোষণা ঘিরে সকল থেকেই উতপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। সাজ ঘোষণার পর আদালতে ‘আল্লা হু আকবর’ বলে ধ্বনি দিতে শুরু করে জঙ্গিরা। এদিকে, রাজধানী ঢাকা-সহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলা হয়েছে। গত সপ্তাহে দীর্ঘদিন ধরে চলা এই মামলার শুনানি শেষ হয়। তারপরই ২৭ নভেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাইর রাতে ঢাকার গুলশনে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে উপস্থিত অতিথিদের পণবন্দি বানায় হামলাকারীরা। ওই রাতেই অভিযান চালাতে গিয়ে দুই পুলিশকর্মী নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি-সহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশি-সহ ২০ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তরাঁকর্মী। হামলার আড়াই বছরের মাথায় গত বছরের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ওই বছরের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার শুনানি।

[আরও পড়ুন: আবরার হত্যায় কড়া পদক্ষেপ নিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, আজীবন বহিষ্কৃত ২৬ পড়ুয়া]

The post হোলি আর্টিজান মামলায় সাজা ঘোষণা, ‘রাজীব গান্ধী’-সহ ৭ জনের মৃত্যুদণ্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার