কোটা আন্দোলন থেকে 'হাসিনা হঠাও' অভিযান। রক্তঝরা বিক্ষোভে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে। বাংলাদেশে চলছে সেনাশাসন। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। তিনি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্রনেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানালেও সোমবার রাতভর হিংসায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। বাংলাদেশজুড়ে চলছে পুলিশনিধন যজ্ঞ। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সংবাদ প্রতিবেদনে সুকুমার সরকার।
রাত ১২.৪৫: অশান্ত বাংলাদেশে সেনাবাহিনীর পর পুলিশেও বড় বদল। আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হলেন মহম্মদ ময়নুল ইসলাম। মঙ্গলবার রাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়। ময়নুল ইসলাম এতদিন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাত ১১.৪০: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বঙ্গভবনে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত। জানালেন রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন
রাত ১০.৫২: ঢাকায় লাশের মিছিল। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও ২১ জনের লাশ পৌঁছল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর মধ্যে চারজন পুলিশ কর্মী, একজন র্যাব এবং একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
রাত ৯.৫: হাসিনার অনুপস্থিতিতে বুধবার বেলা ২ টো নাগাদ ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। অনলাইনে যোগ দেবেন তিনি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিএনপি।
রাত ৮.২০: গতকাল হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ, মঙ্গলবার, তিনি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আলোচনায় ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানা গিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ও সীমান্তে নিরাপত্তা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে বলেই খবর।
রাত ৮.১০: ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন, ভাঙচুর।
রাত ৮.০০: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাবে রাজি নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস। তিনি বলেন, "শিক্ষার্থীরা ত্যাগ স্বীকার করেছেন, কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?"
সাংবাদিকদের সঙ্গে কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
সন্ধ্যে ৭.৫০: গতকাল থেকে আজ মঙ্গলবার অবধি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি, দোকান, উপাসনালয়ে হামলা হয়েছে। হামলার খবর মিলেছে নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া ও শরীয়তপুরে। এছাড়াও যশোর, নোয়াখালী, মেহেরপুর ও চাঁদপুরে বাড়িঘরে হামলা করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর হয়েছে। এছাড়া রংপুরের তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে।
সন্ধ্যে ৭.২০: আওয়ামি লিগ নেতার হোটেলে ২৪ জনকে পুড়িয়ে খুন।
সন্ধ্যে ৭.১৫: অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
সন্ধ্যে ৭.১০: অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক।
সন্ধ্যে ৭.০০: নৈরাজ্যের বাংলাদেশে জেল ভেঙে উধাও জঙ্গি। ফারা জামাত জঙ্গি। ঢাকা শহরের উড়ালপুলে ঝুলন্ত দেহর ভিডিও ভাইরাল। আতঙ্কে কাঁটা সংখ্যালঘুরা।
সন্ধ্যে ৬.৩০: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। এমনই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।
বিকেল ৫.৫০: দেশ ছাড়ার আগেই গ্রেপ্তার প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হাসিনা সরকারের মন্ত্রী।
বিকেল ৫.২৬:বাংলাদেশে শান্তি বজায় রাখার আর্জি সাংসদ অভিনেতা দেবের।
বিকেল ৪.৫০: সাতক্ষীরায় আওয়ামি লিগ নেতার ৫ আত্মীয়-সহ নিহত ১৪।
বিকেল ৪.৩০: ৯ দফা দাবিতে কর্মবিরতির ডাক বাংলাদেশ পুলিশের।
বিকেল ৪.২০: দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা বিমানবন্দরে আটক হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলক।
বিকেল ৪.০০: সংসদে ভবন ঘিরে ফেলল সেনা। সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
দুপুর ৩.৫০: জাতীয় সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন।
দুপুর ২.৫০: কার্যকর হল রাষ্ট্রপতির নির্দেশ। জেল থেকে ছাড়া পেলেন খালেদা জিয়া।
দুপুর ২.৩০: অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
দুপুর ২.১৫: বাংলাদেশে সরকারি ভবন এবং পুলিশের উপরে হামলা হচ্ছে: এস জয়শংকর।
দুপুর ১.৫০: চব্বিশ ঘণ্টার মধ্যে সরকার গঠনের দাবি আন্দোলনকারী ছাত্রদের।
দুপুর ১.৩০: অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করবেন বাংলা্দেশের সেনাপ্রধান।
দুপুর ১.২৫: বিকেল ৫টায় বৈঠকে বসছে বিএনপি।
দুপুর ১. ২০: অশান্ত বাংলাদেশে আটকে প্রায় ১৯ হাজার ভারতীয়। তাঁদের ফেরানোর চেষ্টা চলছে। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
দুপুর ১. ২০: অশান্ত বাংলাদেশে আটে প্রায় ৩০ হাজার ভারতীয়।
দুপুর ১. ২০: অশান্ত বাংলাদেশে আটে প্রায় ৩০ হাজার ভারতীয়।
দুপুর ১২. ৩০: ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে ৩টি দেহ উদ্ধার। দুজনের পরনে পুলিশের পোশাক। হাতে হাতকড়া। মৃতেরা পুলিশকর্মী বলেই মনে করা হচ্ছে।
দুপুর ১২. ২০: অশান্ত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন দিল্লি। দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংসদে বিবৃতি দিতে চলেছেন বিদেশমন্ত্রী জয়শংকর।
দুপুর ১২. ০৮: সম্প্রীতির বার্তা বাংলাদেশের ধর্মগুরুদের।পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই সংবাদে উল্লাসে মেতে ওঠে জনতা। বঙ্গভবন এবং সংসদ ভবনের দখল নেয় আন্দোলনকারীরা। এর পর সংখ্যালঘুদের নিয়ে আশঙ্কা তৈরি হয়। ছড়ায় নানা গুজব। এমন পরিস্থিতিতে সকলকে ‘শান্ত’ থাকার আহ্বান জানালেন সে দেশের একাধিক ধর্মগুরু। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত ও সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতে আহ্বান জানালেন তাঁরা।
দুপুর ১২.১০: সোমবার সারাদিন পুলিশের উপর হামলা হয়েছে বাংলাদেশে। এনায়েতপুরে আক্রান্ত হয়েছেন ১৪ জন পুলিশ কর্মী। লাগাতার আক্রমণের জেরে পুলিশ শূন্য হয়ে পড়েছে একাধিক থানা।
দুপুর ১২.০০: মঙ্গলবার ভোর ৬ টায় কারফিউ প্রত্যাহার হলেও, স্কুল-কলেজ খুললেও এদিনও শুরু হল না পঠন-পাঠন।