shono
Advertisement

খোকা ইলিশ রক্ষায় জনগণকে আহ্বান প্রধানমন্ত্রী হাসিনার

ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত নিষিদ্ধ খোকা ইলিশ শিকার। The post খোকা ইলিশ রক্ষায় জনগণকে আহ্বান প্রধানমন্ত্রী হাসিনার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:53 PM Feb 24, 2018Updated: 04:08 PM Feb 24, 2018

সুকুমার সরকার, ঢাকা: এবার খোকা ইলিশ রক্ষায় খোদ এগিয়ে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে শুক্রবার বক্তৃতা দেন হাসিনা। সেখানে খোকা ইলিশ শিকার রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Advertisement

[আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বাড়ছে খোকা ইলিশের রমরমা]

এদিন হাসিনা বলেন, “জাতীয় মাছ ইলিশ আজ বাংলাদেশ ইলিশ নামে একটি ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য। অনাদিকাল থেকেই আমাদের জাতীয় সংস্কৃতি, অর্থনীতি, কর্মসংস্থান ও আমিষের চাহিদাপূরণে এ মাছ অনন্য ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যে, আমিষের শতকরা ৬০ শতাংশ জোগান দেয় মাছ। ২০০৮-০৯ সালে ইলিশের মোট উৎপাদন ছিল ২ লক্ষ ৯৮ হাজার ৯২১ মেট্রিক টন। ২০১৬-২০১৭ সালে ইলিশের মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ৯৬ হাজার ৪১৭ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাত্র আট বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৬৬ শতাংশের অধিক।”

উল্লেখ্য, লাগামহীন শিকারের ফলে বাংলাদেশে রূপালি শস্যের উৎপাদনে প্রভাব পড়ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে সরকার। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ১৭টি জেলা-চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালি, বরগুনা, ফিরোজপুর, মাদারিপুর, শরিয়তপুর, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, নোয়াখালি, বাগেরহাট, মানিকগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিরাজগঞ্জে ২ লক্ষ ৪৮ হাজার ৬৭৪ মৎস্যজীবীদের প্রতি মাসে ৪০ কিলোগ্রাম করে চার মাস খাদ্য সহায়তা দেবে সরকার। বাংলাদেশে দেশে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত খোকা ইলিশ (লম্বায় ৯ ইঞ্চির চেয়ে ছোট) আহরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকে। এর অন্যথা হলে দোষী সাব্যস্তের এক থেকে দুই বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে।

[পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ধনুষ’-এর সফল উৎক্ষেপণ করল ভারত]

The post খোকা ইলিশ রক্ষায় জনগণকে আহ্বান প্রধানমন্ত্রী হাসিনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement