সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী যে গাড়িতে ছিলেন তা একেবারেই দুমড়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় সেই দুর্ঘটনার কথা নিজেই জানান অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় তিশা লিখলেন, ‘বৃহস্পতিবার রাতটা কখনও ভুলব না। সেদিন রাতে একটা ট্রাক এসে আমার গাড়িটাকে প্রায় গুঁড়িয়ে দেয়। এই গাড়িটা আমার খুব প্রিয় ছিল। আমার কষ্টার্জিত টাকায় কেনা ছিল গাড়িটা। এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়।’’
[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]
নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লার কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’ গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরে আবারও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।