shono
Advertisement

মার্চ মাসে কোন কোন দিন বন্ধ ব্যাংক? দেখে নিন তালিকা

দু'দিন ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা।
Posted: 03:05 PM Feb 23, 2022Updated: 03:06 PM Feb 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকের (Bank Holidays) খাতায় অতি গুরুত্বপূর্ণ মাস মার্চ। ইয়ারএন্ডিং বলে কথা! সারা বছরের জমা খরচের হিসেব-নিকেশ হয় এমাসেই। ফলে এমনতিই চাপ থাকে ব্যাংক কর্মীদের উপর। ব্যাংকের অভ্যন্তরীণ কাজের জন্য ধাক্কা খায় গ্রাহক পরিষেবা।

Advertisement

আবার এ মাসেই রয়েছে শিবরাত্রি, দোল যাত্রার মতো উৎসব। যার জেরে মাসের প্রথম দিনই বন্ধ থাকবে ব্যাংক। সব মিলিয়ে প্রায় ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। দু’দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাংক কর্মীরা। তাই যাবতীয় দরকারি কাজ সারার জন্য ব্যাংকে যাওয়ার আগে জেনে রাখুন, কোন কোন দিন ব্যাংকের গেট তালাবন্ধ থাকবে। আর বাকি কোন দিন পাবেন পরিষেবা।

[আরও পড়ুন: শীঘ্রই শিয়ালদহ থেকে ফুলবাগান রুটে মিলবে মেট্রো পরিষেবা, গুণতে হবে বাড়তি ভাড়া]

রয়েছে দু’দিনের ব্যাংক ধর্মঘট। তাই এক ঝলকে দেখে নিন, কবে কবে ছুটি থাকছে ব্যাংক?

  • ১ মার্চ, ২০২২: শিবরাত্রি এবং শব-ই-মিরাজ। কলকাতা, পাটনা, নয়াদিল্লি-সহ বেশকিছু এলাকায় বন্ধ থাকবে ব্যাংক।
  • ৩ মার্চ: লোসার উপলক্ষে গ্যাংটকে বন্ধ ব্যাংক।
  • ৪ মার্চ: চাপতা কূট উপলক্ষে আইজলে বন্ধ ব্যাংক।
  • ৬ মার্চ: রবিবার। দেশজুড়ে বন্ধ ব্যাংক।
  • ১২ মার্চ: দ্বিতীয় শনিবার। দেশজুড়ে বন্ধ ব্যাংক।
  • ১৩ মার্চ: দ্বিতীয় রবিবার। দেশজুড়ে বন্ধ ব্যাংক।
  • ১৭ মার্চ: হোলিকা দহন। দেরাদুন, কানপুর, লখনউ-সহ একাধিক এলাকা বন্ধ থাকবে ব্যাংক।

[আরও পড়ুন: শীঘ্রই শিয়ালদহ থেকে ফুলবাগান রুটে মিলবে মেট্রো পরিষেবা, গুণতে হবে বাড়তি ভাড়া]

  • ১৮ মার্চ: দোলযাত্রা। কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ ব্যাংক।
  • ১৯ মার্চ: হোলি। বিহার-সহ এলাকায় বন্ধ ব্যাংক।
  • ২১ মার্চ: নওরোজ। একাধিক রাজ্যে ছুটি থাকবে ব্যাংক।
  • ২২ মার্চ: বিহার দিবস। ব্যাংক বন্ধ পাটনা।
  • ২৩ মার্চ: ভগত সিং, সুখদেব, রাজগুরুর মৃত্যুদণ্ড দিবস। হরিয়ানায় বন্ধ ব্যাংক।
  • ২৬ মার্চ: চতুর্থ শনিবার।
  • ২৭ মার্চ: রবিবার।
  • ২৮ ও ২৯ মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement