shono
Advertisement

ডিসেম্বর মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন ছুটির তালিকা

এবার ২৫ ডিসেম্বর রবিবার পড়েছে।
Posted: 10:41 AM Nov 30, 2022Updated: 10:41 AM Nov 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ মাস ডিসেম্বর। একদিকে শীতের পরশ, অন্যদিকে পিকনিকের মরশুম। বড়দিনও তো আছে। ৩১ দিনের এই মাসে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক বন্ধ থাকবে মোট ১৪ দিন। মাসের দ্বিতীয় শনিবার ও রবিবারের ছুটি বাদ দিলে এই সংখ্যাটি হবে ৯ দিন।

Advertisement

আরবিআইয়ের নিয়ম অনুসারে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে কোনও ব্যাংকের ছুটির দিন। তিনটি নিয়ম হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ ও ‘ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। এই নিয়ম মেনেই ডিসেম্বর মাসে ১৪ দিনের ছুটির হিসেব করা হয়েছে।

[আরও পড়ুন: হাই কোর্টের বিচারপতির সংখ্যা বাড়লেই সমস্যা মিটবে না, BJP নেতার মামলা খারিজ সুপ্রিম কোর্টে]

বলে রাখা প্রয়োজন, এবার ২৫ ডিসেম্বর রবিবার পড়েছে। ফলে সেদিনের বাড়তি ছুটি ব্যংকের কর্মীরা পাচ্ছেন না। আবার উৎসবের যে ছুটিগুলি রয়েছে তা রাজ্যভিত্তিক। অর্থাৎ  প্রত্যেক রাজ্যের ছুটির তালিকা আলাদা।  যেমন –

  • গোয়ার পানাজিতে সেন্ট ফ্রান্সি জেভিয়ারের উৎসব – ৩ ডিসেম্বর
  • গুজরাটের বিধানসভা নির্বাচন – ৫ ডিসেম্বর
  • শিলংয়ে গারো উপজাতির উৎসব – ১২ ডিসেম্বর
  • গোয়া লিবারেশন ডে – ১৯ ডিসেম্বর
  • শিলংয়ে বড়দিনের উৎসব – ২৪ ও ২৬ ডিসেম্বর (বিশেষভাবে পালিত হয়)
  • গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী – ২৯ ডিসেম্বর
  • শিলং ও মেঘালয়ে স্বাধীনতা সংগ্রামী উ কিয়াং নানবার শ্রদ্ধাজ্ঞাপন – ৩০ ডিসেম্বর
  • আইজল, মিজোরামে নিউ ইয়ার ইভ – ৩১ ডিসেম্বর

এছাড়াও ডিসেম্বর ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ রবিবার পড়ছে। দ্বিতীয় শনিবার ১০ ডিসেম্বর। অর্থাৎ ছোট্ট ট্রিপের প্ল্যান থাকলে ১০, ১১ তারিখের ছুটি বেছে নিতে পারেন। তবে বড় ছুটির প্রয়োজন হলে আরজিপত্র দিয়েই পেতে হবে। আর গ্রাহকদের ক্ষেত্রে অনলাইন বড় ভরসা। ব্যাংক বন্ধ থাকলেও অনেকে ভারচুয়াল জগতে ছোটখাটো কাজ সেরে নেন। 

[আরও পড়ুন: ভাগ্নের বিয়েতে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মামা! ক্যামেরায় ধরা পড়ল মৃত্যুদৃশ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement