shono
Advertisement

নিলামে উঠছে বাতিল ১০০০ টাকার নোট!

আন্দাজ করতে পারেন পুরনো সেই ৫ এবং ১০ হাজার টাকার নোটের বর্তমান মূল্য কত? The post নিলামে উঠছে বাতিল ১০০০ টাকার নোট! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 AM Nov 13, 2016Updated: 06:31 PM Nov 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকা বাতিলের সিদ্ধান্তে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ তবে মোদির আগেও দেশে এমন জরুরি অবস্থা দেখা দিয়েছিল৷ ১৯৭৮ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ১০০০, ৫০০০ এবং ১০ হাজার টাকার নোট রাতারাতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তবে সেই জমানার টাকা যত্ন করে এখনও রেখে দিয়েছেন অনেকে৷ এবার তাঁদের পোয়াবারো৷ কারণ লুপ্ত হয়ে যাওয়া সেই নোটই এবার নিলামে উঠছে৷

Advertisement

মরুধর আর্টস অকশান হাউসের তরফে রাজেন্দ্র মেরু এক সংবাদ মাধ্যমকে জানান, তখনকার এক হাজার টাকার নোটের বর্তমান মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা৷ আন্দাজ করতে পারেন পুরনো সেই ৫ এবং ১০ হাজার টাকার নোটের বর্তমান মূল্য কত? কমপক্ষে ৩০ লক্ষ টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ অর্থাৎ দুষ্প্রাপ্য একটি ৫ হাজার টাকার নোট পেতে খরচ করতে হবে ৩০ লক্ষ টাকা বা তারও বেশি৷ তবে মেরু জানান, বহু বছর আগে বাতিল হয়ে যাওয়া পাঁচ এবং দশ হাজারের নোট নিলামে তোলা হবে না৷ তবে ব্যক্তিগতভাবে সেই নোট কেনা যাবে৷

২০০০ সালে নোট নিলামে তোলার বিষয়টি আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত নোটের জন্য ২০০ বার দর করা হয়েছে৷ মেরুর আশা, ১৯৭৮ সালের সেই পুরনো ১ হাজার টাকার নোট পিছু ৫ লক্ষ টাকাও পাওয়া যেতে পারে৷ কী ভাবছেন? বাড়িতে এমন কোনও নোট খুঁজে পাওয়া যাবে কি না? ভাগ্যের শিকে কিন্তু যখন-তখন ছিঁড়তেই পারে৷

The post নিলামে উঠছে বাতিল ১০০০ টাকার নোট! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement