সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্সেলোনা (Barcelona) ছেড়ে প্যারিস সাঁ জাঁয় ফ্রি এজেন্ট হিসেবে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)।
প্যারিসের বিখ্যাত ক্লাবও এখন প্রাক্তন হয়ে গিয়েছে মেসির কাছে। এলএম ১০-এর নতুন ঠিকানা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।
অন্য ক্লাবে চলে গেলেও এখনও বার্সেলোনার কাছ থেকে টাকা পান মেসি। যে সে নন, বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত মেসিকে টাকা দিয়ে যেতে হবে বার্সাকে।
[আরও পড়ুন: চোট নিয়েই লুসানে সোনা নীরজের, পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ]
লা লিগা নতুন এক নিয়ম বেঁধে দিয়েছিল। বেতনসীমা নীতি ও আর্থিক সঙ্গতির এই নতুন নিয়মের জন্যই মেসিকে নতুন করে চুক্তির প্রস্তাব দেওয়া সম্ভব হয়নি বার্সার পক্ষে।
২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যান মেসি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি এখনও পারিশ্রমিক বাবদ ৫২ মিলিয়ন ইউরো পাবেন বার্সার কাছ থেকে। এই বিশাল বকেয়া অর্থ ২০২২ সালের মধ্যে মেসিকে দিয়ে দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু লাপোর্তা জানিয়েছেন, ২০২৫ সালে মেসির বকেয়া মিটিয়ে দেওয়া সম্ভব হবে ক্যাটালান ক্লাবের পক্ষে।