shono
Advertisement

৫০ ওভারের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল, বাংলা থেকে জায়গা পেলেন ঝুলন এবং রিচা

বিশ্বকাপের দলে নেই জেমাইমা।
Posted: 04:03 PM Jan 06, 2022Updated: 04:03 PM Jan 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের আইসিসি বিশ্বকাপ (2022 World Cup) এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হল। ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ভারতের মহিলা দলকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। ভাইস ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। কিন্তু দলে নেই জেমাইমা রডরিগেজ। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সীমিত ওভারের ম্যাচগুলোয় এই জেমাইমাই ছিলেন দলের অবিচ্ছেদ্য অঙ্গ।  জায়গা পাননি শিখা পাণ্ডে। তবে ১৫ সদস্যের দলে রয়েছেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। রয়েছেন বাংলার উইকেট কিপার রিচা ঘোষ (Richa Ghosh)।

Advertisement

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। বে ওভালে ৬ মার্চ হবে ভারত-পাক ম্যাচ। তার পরে ১০ মার্চ নিউজিল্যান্ড, ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ১৬ মার্চ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ১৯ মার্চ, ২২ মার্চ বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ মার্চ ম্যাচ রয়েছে ভারতের। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৪ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 

[আরও পড়ুন: India vs South Africa: নির্ভেজাল বোকামি, ‘শিশুসুলভ’ পন্থকে তুলোধোনা গম্ভীর-গাভাসকরদের]

মহিলাদের বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (ভাইস ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পুজা বস্ত্রকার, মেঘনা সিং. রেনুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেট কিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
স্ট্যান্ডবাই প্লেয়ার: সাবভিনেনি মেঘনা, একতা বিস্ত, সিমরন দিল বাহাদুর।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। একটি মাত্র টি-২০ ম্যাচ হবে ৯ ফেব্রুয়ারি।

টি-২০ ম্যাচের জন্য ঘোষিত দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, পুজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেট কিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, একতা বিস্ত, এস মেঘনা, সিমরান দিল বাহাদুর।

[আরও পড়ুন: রনজির চূড়ান্ত ভাগ্য ঠিক আগামী পনেরো দিনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement