সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারতীয় দল। তবে বিশ্বকাপ অভিযান শেষ হতেই ঘরের মাঠে ফের ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে রোহিত শর্মাদের জন্য়। চলতি বছরের শেষ দিকে ভারতের বিরুদ্ধে খেলতে আসবে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে সিরিজ খেলবে ভারত। তবে সূত্রের খবর, সিনিয়র ক্রিকেটাররা কেউ জিম্বাবোয়ে সিরিজে খেলবেন না। এই সফর শেষ হওয়ার পর থেকে টানা ৩ মাস ঘরের মাঠেই একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। মাঝে অস্ট্রেলিয়া সফর সেরে আবার দেশে ফিরবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজে নামবেন রোহিতরা।
[আরও পড়ুন: নিষ্পত্তি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শিলিগুড়িকে হারাল হাওড়া]
১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। চেন্নাই এবং কানপুরে খেলা হবে দুটি টেস্ট। তার পরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশের পরে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারত (Indian Cricket Team)। বেঙ্গালুরু, পুণে এবং মুম্বইয়ে আয়োজিত হবে কিউয়িদের বিরুদ্ধে ভারতের তিনটি টেস্ট। চলতি বছরের শেষ দিকটা অবশ্য অস্ট্রেলিয়ায় খেলবেন রোহিত শর্মারা। ২২ নভেম্বর থেক ৭ জানুয়ারি পর্যন্ত পাঁচটি টেস্টে ভারত-অস্ট্রেলিয়া যুযুধান।
বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পরে দেশে ফিরে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ইডেনে। ২৫ জানুয়ারি সন্ধে সাতটায় ক্রিকেটের নন্দন কাননে দুই দল মুখোমুখি হবে। টি-২০ সিরিজ শেষ হওয়ার পরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।