সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র ভারতীয় দলের জন্য নির্বাচক খোঁজার কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। নির্বাচকের প্রয়োজন এই মর্মে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই।
বোর্ডের ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন। কার পরিবর্তে নতুন নির্বাচককে নেওয়া হবে,সেই ব্যাপারে অবশ্য কিছুই জানানো হয়নি সেই বিজ্ঞাপনে। প্রতিটি জোন থেকে একজন করে নির্বাচককে নেওয়া হয়। সব থেকে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিই প্যানেলের হেড হন। এটাই নিয়ম।
[আরও পড়ুন: এবার ডিপফেকের শিকার শচীন, ‘অত্যন্ত বিরক্তিকর’, ভুয়ো ভিডিও দেখে গর্জে উঠলেন কিংবদন্তি]
পাঁচ বছরের বেশি থাকতে পারেন না কোনও নির্বাচকই। চেতন শর্মা চেয়ারম্যানের পদ ছেড়ে সরে দাঁড়ানোর পরে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকর। আগরকর নিজে পশ্চিমাঞ্চলের নির্বাচক। প্যানেলে পশ্চিমাঞ্চলের নির্বাচক হিসেবে রয়েছেন সলিল আঙ্কোলা। পূর্বাঞ্চল থেকে রয়েছেন শিবসুন্দর দাস। মধ্যাঞ্চল থেকে নির্বাচক হিসেবে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। দক্ষিণাঞ্চলের নির্বাচক হিসেবে রয়েছেন এস শরৎ।
ফলে বোর্ড উত্তরাঞ্চলের একজনকে প্যানেলে নিতে চায়। তিন সদস্যের উপদেষ্টা কমিটির সমর্থন রয়েছে অজিত আগরকরের প্রতি। ফলে মনে করা হচ্ছে পশ্চিমাঞ্চলের দুজনের পরিবর্তে উত্তরাঞ্চলের একজনকে নেওয়া হবে। আগ্রহীরা ২৫ জানুয়ারি সন্ধে৬টা পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন। চূড়ান্ত সাক্ষাৎকারের আগে আবেদনপত্রগুলো শর্টলিস্ট করবে বোর্ড। দরখাস্ত পাঠানোর জন্য প্রার্থীকে ন্যূনতম সাতটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ বা দশটি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই হবে। তবে প্রার্থীদের সাক্ষাৎকারের দিনক্ষণ এখনও জানানো হয়নি।