আলাপন সাহা: জশপ্রীত বুমরাহর চোট-সমস্যা ভারতীয় দলের চিন্তা যেমন বাড়িয়ে দিচ্ছে, তেমনই বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আরও সতর্ক হচ্ছে টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোডের কথা ভেবেই মহম্মদ শামিকে ইন্দোরে বিশ্রাম দেওয়া হয়েছে। আহমেদাবাদেও সেরকম কিছু হতে পারে। সবটাই হচ্ছে বছরের শেষে বিশ্বকাপের কথা মাথায় রেখে।
গত ১০ বছরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত (Team India)। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে এবার সেই খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। বিশ্বকাপে যাতে পুরো শক্তি নিয়ে নামা যায়, টিমের সেরা বোলারদের যাতে পেতে কোনও সমস্যা না হয়, তার জন্যই বিশেষ এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা। বুমরাহ গতবছর থেকেই চোট-আঘাত সমস্যায় ভুগছিলেন। আরও আগামী চার-পাঁচ মাস মাঠের বাইরে ভারতীয় পেসার। নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন তিনি। সেখানেই অস্ত্রোপচার হবে তাঁর। ভারতীয় বোর্ড চেষ্টা করছে বিশ্বকাপে বুমরাহকে (Jasprit Bumrah) ফেরানোর, তেমনই বাকি বোলারদের নিয়েও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা- এই পাঁচজনের ওয়ার্কলোডের ব্যাপার নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে বিসিসিআই, বাড়তি সতর্ক।
[আরও পড়ুন: এল ক্লাসিকোয় আত্মঘাতী গোলে বার্সেলোনার জয়, দাপট দেখিয়েও ঘরের মাঠে হার রিয়ালের]
বোর্ডের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) থেকে নাকি ইতিমধ্যেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে ওয়ার্কলোডের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংসকে (CSK) নাকি বলে দেওয়া হয়েছে, বিশ্বকাপে জাদেজার ভূমিকা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকটা ম্যাচের পর জাদেজার যাবতীয় সব আপডেট এনসিএ-র টিমকে নিয়মিত জানাতে হবে। তাছাড়া চোট সারিয়ে জাদেজাও দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। সেটাও মাথায় রাখার কথা বলা হয়েছে। একইভাবে শামি, উমেশদের ফ্র্যাঞ্চাইজিদের কাছেও একইরকম বার্তা চলে গিয়েছে। অতিরিক্ত বোলিং করতে গিয়ে কোনও বোলার যাতে বিশ্বকাপের আগে চোট না পেয়ে যান, সেটাই নিশ্চিত করতে চাইছে ভারতীয় বোর্ড।
এর বাইরে আরও একটা খবর আছে। বিসিসিআই নাকি এখন থেকেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা প্রাথমিক কথাবার্তা বলে রাখছে। যদিও ভারতীয় দলের এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়নি। তবে টিম ফাইনালে উঠলে যাতে প্রস্তুতি-জনিত কোনও সমস্যা না হয়, তার একটা প্রাথমিক বন্দোবস্ত করে রাখা হচ্ছে। আইপিএল শেষ হওয়ার দিন দশেক পরই ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেক্ষেত্রে ফাইনালে উঠলে ভারতীয় দল হয়তো মে’র শেষে ইংল্যান্ড উড়ে যাবে। সেখানে গিয়ে যাতে পাঁচ-ছয় দিন ঠিকঠাকভাবে প্রস্তুতি নেওয়া হয়, সে’সব নিয়ে ইংল্যান্ড বোর্ডের (ECB) সঙ্গে এখন থেকেই কথা বলে রাখা হচ্ছে বলেই শোনা গেল।