shono
Advertisement

মিতালিদের পারফরম্যান্সে হুঁশ ফিরল বোর্ডের, বেতন কাঠামোয় আসছে পরিবর্তন

বিশ্বকাপের মঞ্চে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বিসিসিআই-ও। The post মিতালিদের পারফরম্যান্সে হুঁশ ফিরল বোর্ডের, বেতন কাঠামোয় আসছে পরিবর্তন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Jul 24, 2017Updated: 11:45 AM Jul 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে মুখের কাছ থেকে ছোঁ মেরে ট্রফি ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে মিতালিদের। দীর্ঘ ১২ বছরের জ্বালা মেটেনি। কিন্তু দেষবাসীর প্রত্যাশা অনেকখানি মেটাতে পেরেছেন তাঁরা। ঝুলন-পুনম-হরমনপ্রীতদের হাত ধরেই গলি থেকে রাজপথে আসতে পেরেছে মহিলা ক্রিকেট। বিরাট কোহলিদের জাঁকজমকের সামনে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিতে সফল হয়েছেন তাঁরাও। বিশ্বকাপের মঞ্চে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বিসিসিআই-ও। শোনা যাচ্ছে, এবার বেতন বাড়তে চলেছে মিতালি অ্যান্ড কোম্পানির।

Advertisement

বিরাট কোহলির সঙ্গে মিতালি রাজের দায়িত্বের ফারাক নেই। দুজনই দলের অধিনায়ক। কিন্তু অর্থের অঙ্কের ফারাকটা মারাত্মকভাবে চোখে পড়ার মতো। লক্ষ আর কোটির মধ্যে তফাতটা নেহাত কম হয়। ফাইনালে তাঁদের অসামান্য পারফরম্যান্সে এবার সেই ফারাক অনেকটাই কমতে চলেছে বলে খবর। ফাইনালের আগেই মহিলা দলের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার তাঁদের ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ সুবিধাও বাড়াতে চলেছে বোর্ড।

[কাশ্যপকে হারিয়ে ইউএস ওপেন খেতাব জয়ী প্রণয়]

দক্ষিণ আফ্রিকায় চার দলের সিরিজের আগে প্রতিটি সিরিজের জন্য প্রত্যেক ক্রিকেটারকে তিন লক্ষ টাকা পুরস্কার অর্থ দেওয়া হত। সেই সিরিজের ফাইনালে প্রোটিয়া বধ করে উইমেন্স ইন ব্লু। তারপর থেকে প্রতিটি ম্যাচে প্রত্যেক ক্রিকেটারের জন্য ধার্য হয় এক লক্ষ টাকা। বিশ্বকাপের সময়ও সেই ম্যাচ ফি বাড়ানো হয়নি। এর পাশাপাশি পেমেন্টের ক্ষেত্রেও দু’টি ভাগ রয়েছে। গ্রেড ‘এ’ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ এবং ‘বি’ গ্রেড ক্রিকেটারদের জন্য পেমেন্ট হয় ১০ লক্ষ টাকা। পুরুষদের ক্ষেত্রে প্রতিটি টেস্টের জন্য ধার্য ১৫ লক্ষ, ওয়ানডের জন্য ৬ লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য ৩ লক্ষ টাকা। এর পাশাপাশি কোহলি, ধোনি, অশ্বিন, রাহানে, পূজারা, জাদেজা, মুরলী বিজয়ের মতো গ্রেড ‘এ’-এর তারকাদের বার্ষিক আয় ২ কোটি টাকা। অর্থাৎ একই গ্রেডে থেকেও মহিলাদের চোখে আঙুল দিয়ে যেন বৈষম্যটা বুঝিয়ে দেওয়া হত এতকাল। তবে এবার খানিকটা হলেও এই বৈষম্য ঘুচবে বলেই মনে করা হচ্ছে।

[মিতালি-হরমনপ্রীতদের পদোন্নতির কথা ঘোষণা রেলের]

ক্রিকেট প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই বলছেন, “ফাইনালে দারুণ খেলেছেন মহিলারা। তাঁদের ম্যাচ ফি এবং গ্রেডেশন পেমেন্টের দিকে বোর্ড নিশ্চয়ই নজর দেবে।” বোর্ডের কার্যকরী সভাপতি সিকে খান্না বলেন, মহিলাদের পেমেন্ট কাঠামোর পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের বেতনেও পরিবর্তন আনার কথা চিন্তা করা হচ্ছে। হাজার উপেক্ষা, অবহেলা সত্ত্বেও যে দল এমন পারফর্ম করেছে, তারা নতুন করে অনুপ্রেরণা পেলে আরও ভাল খেলবে বলেই আশা ক্রিকেটমহলের।

The post মিতালিদের পারফরম্যান্সে হুঁশ ফিরল বোর্ডের, বেতন কাঠামোয় আসছে পরিবর্তন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement