সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার লোধা কমিটির সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখার জন্য লোধা কমিটিকে একজন স্বাধীন অডিটর নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই অডিটর বোর্ডের উচ্চমূল্যের চুক্তিগুলি খতিয়ে দেখবেন। গ্লোবাল মিডিয়া টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। তার আগে শনিবার লোধা কমিটির কাছে অডিটরের ভূমিকার ব্যাখ্যা চাইল বিসিসিআই।
মূলত তিনটি বিষয় লোধা কমিটির কাছ থেকে জানতে চেয়েছে বিসিসিআই।
প্রথমত, টেন্ডার সংক্রান্ত বিষয়ে অডিটরের ভূমিকা কী হবে।
দ্বিতীয়ত, ২৫ তারিখের মধ্যে গ্লোবাল মিডিয়া টেন্ডার জমা দেওয়ার বিষয়টি যদি বোর্ড পিছোয় বা বাতিল করে, সেক্ষেত্রে কী নির্দেশ রয়েছে।
তৃতীয়ত, আবেদনকারীরা কোনও প্রশ্ন করলে তাদের ব্যাখ্যা দেওয়া যাবে কি না।
ফেসবুক, টুইটার-সহ মোট ১৮টি কোম্পানি টেন্ডার জমা দিয়েছে।
The post লোধা কমিটির কাছে ব্যাখ্যা চাইল বিসিসিআই appeared first on Sangbad Pratidin.