shono
Advertisement

Breaking News

কোহলি, অশ্বিন থেকে সাবধান, কুকদের সতর্ক করছেন পিটারসেন

হাই ভোল্টেজ সিরিজের আগে দুই দেশের প্রাক্তনরা ভবিষ্যদ্বানী করা শুরু করে দিয়েছেন৷ The post কোহলি, অশ্বিন থেকে সাবধান, কুকদের সতর্ক করছেন পিটারসেন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Nov 04, 2016Updated: 10:14 AM Nov 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক অজানা মেহদি এসে টেস্ট সিরিজে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল৷ বাংলাদেশের বিরুদ্ধে কঠিন সিরিজের পর পরীক্ষা ভারতের মাটিতে৷ ইংল্যান্ড ব্যাটসম্যানদের আগাম সতর্ক করলেন কেভিন পিটারসেন৷ প্রাক্তন ইংল্যান্ড তারকার কথায় অশ্বিন থেকে সামলে থাকার সুর৷

Advertisement

২০১২ সালে ভারত সফরে সিরিজ জিতেছিল ইংল্যান্ড৷ গোটা সিরিজে অশ্বিন নিয়েছিলেন ১৪টি উইকেট৷ এখন পরিস্থিতি আলাদা৷ চার বছরের মধ্যে অশ্বিন টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে৷ সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন উইলিয়ামসন, রস টেলরদের৷ পিটারসেন বলছিলেন, “অশ্বিন ভাল মানের বোলার৷ বোলিংয়ে বৈচিত্র্য আছে৷ ম্যাচে সবসময় ইতিবাচক আর আগ্রাসী মানসিকতা নিয়ে নামে৷ ফ্লাইট করিয়ে ব্যাটসম্যানদের প্রলোভন দেখায়৷ সেই ফাঁদে পা দিয়ে ব্যাটসম্যানরা বড় শট নিতে যায়৷ ভুল হলেই শেষ৷ ইদানীং শেষ হওয়া সিরিজগুলি তার প্রমাণ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর পারফরম্যান্সের স্মৃতি এখনও সবার মনে নিশ্চয়ই টাটকা আছে৷”

চার বছর আগে ভারতের বিরুদ্ধে সিরিজে ৩৩৮ করেছিলেন পিটারসেন৷ তার মধ্যে মুম্বইয়ে ১৮৬ রানের দামি ইনিংসও ছিল৷ এবার ভারতীয় দলে তিন স্পিনার৷ অশ্বিন, জাদেজা আছেনই৷ সঙ্গে নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত পারফর্ম করার পর দলে ঢুকে পড়েছেন অমিত মিশ্রও৷ কিন্তু কেপির মুখে শুধুই অশ্বিনকে সামলানোর টোটকা৷ স্টোকস, কুকদের জন্য তাঁর উপদেশ, “অশ্বিনের বিরুদ্ধে সেবার সমস্যায় পড়তে হয়নি৷ কারণ ওর দুসরাগুলি আমি ঠিকঠাক খেলে দিতে পেরেছি৷ এখনকার ইংল্যান্ড ব্যাটসম্যানরা যদি সেটা না পারে, তাহলে দুঃখ আছে৷”

হাই ভোল্টেজ সিরিজের আগে দুই দেশের প্রাক্তনরা ভবিষ্যদ্বানী করা শুরু করে দিয়েছেন৷ পিটারসেন কিন্তু সেই পথে হাঁটলেন না৷ বরং অশ্বিনের পর তিনি ঢুকে পড়লেন বিরাট কোহলি প্রসঙ্গে৷ বলছিলেন, ভারতের টেস্ট অধিনায়ক এই মুহূর্তে যে ছন্দে আছে, তাতে কারও সঙ্গেই তুলনা চলে না তাঁর৷ প্রাক্তন ইংল্যান্ড তারকা বলছিলেন, “ছেলেটাকে যত দেখছি অবাক হচ্ছি৷ চলতি বছরে ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ টেস্ট বা ছোট ফরম্যাট৷ সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছে৷ বোলারদের মনে ভয় ধরিয়ে দিয়েছে ও৷” কিন্তু কোহলির সঙ্গে তো ইংল্যান্ডের জো রুটের তুলনা করা চলছে জোর৷ পিটারসেন যার উত্তরে বললেন, “হতে পারে রুটের নামের পাশে রান সংখ্যা ভাল, কিন্তু এরপরও কোহলির সঙ্গে ওর তুলনা করা ভুল৷ কোহলির ক্ষেত্রে একটা কথাই খাটে, ও অসাধারণ৷”

The post কোহলি, অশ্বিন থেকে সাবধান, কুকদের সতর্ক করছেন পিটারসেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement