shono
Advertisement

Breaking News

NRC চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে বাঙালিরা, থমথমে বরাক উপত্যকা

উত্তেজনার আশঙ্কার কেবল বরাক উপত্যকাতেই মোতায়েন হয়েছে ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী৷ The post NRC চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে বাঙালিরা, থমথমে বরাক উপত্যকা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 AM Aug 31, 2019Updated: 12:54 PM Aug 31, 2019

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে এনআরসির চূড়ান্ত তালিকা, আর তার আগে থমথমে গোটা অসম৷ বিশেষ করে উত্তেজনার পারদ আঁচ করা যাচ্ছে বরাক উপত্যকায়৷ সূত্রের খবর, শুধু বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকাতেই এনআরসির খসড়া তালিকা থেকে বাদ পড়েছে চার লক্ষ মানুষের নাম৷ যাঁদের মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি৷ ফলে এবারের চূড়ান্ত তালিকায় কতজনের নাম বাদ পড়বে, সেই আশঙ্কায় সময় কাটাচ্ছেন সেখানকার মানুষ৷

Advertisement

[ আরও পড়ুন: বাদ যাচ্ছে বেশিরভাগ হিন্দু বাঙালির নাম! NRC ইস্যুতে অন্তর্কলহের আশঙ্কায় অসম বিজেপি]

শনিবার সকাল ১০টায় এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর, এই অংশে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করেছে প্রশাসন৷ সেজন্য ইতিমধ্যে অতিরিক্ত ১৫ কোম্পানি আধা সামরিক মোতায়েন করা হয়েছে বরাক উপত্যকায়৷ রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং৷ সোশ্যাল মিডিয়ার উপরেও নজরদারি চালাচ্ছে প্রশাসন৷ অসম পুলিশের ডিজিপি কুলধর শৈকিয়া বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার উপরেও আমরা নজরদারি চালাচ্ছি৷ কেউ গুজব ছড়ালে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন৷’’ জানা গিয়েছে, অশান্তি এড়াতে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা৷ অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে অসমের ১৪টা জেলার স্পর্শকাতর এলাকায় জারি হয়েছে কারফিউ৷ নিরাপত্তা মজবুত করা হয়েছে, গুয়াহাটি, কামরূপ (রুরাল), নগাঁও, ধুবরি, গরপেটা, ডিব্রুগড়, তিনসুকিয়া, কারবি আংলাংয়ের মতো জেলাগুলিতে৷

[ আরও পড়ুন: নাগরিকত্ব পরীক্ষার ফলাফল, এনআরসিতে নাম না থাকলে ফের দীর্ঘ পথ পরিক্রমা ]

জানা গিয়েছে, এনআরসির খসড়া তালিকায় বরাক উপত্যকার তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে বাদ গিয়েছে প্রায় চার লক্ষ মানুষের নাম৷ এর মধ্যে কেবল কাছাড় জেলাতেই বাদ গিয়েছে ২ লক্ষ ২৮ হাজার মানুষের নাম৷ বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহর থেকে বাদ গিয়েছে ১ লক্ষ লোকের নাম৷ ফলে উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন বরাক উপত্যকায় বাসিন্দারা৷ স্থানীয় সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় সাধারণ মানুষের নাম যাচাইয়ের জন্য বরাক উপত্যকায় খোলা হয়েছে ২০৭টি এনআরসি সেবা কেন্দ্র (এনএসকে)৷ সকাল ১০টার পর সেখানেই নাম যাচাই করতে পারবে সাধারণ মানুষ৷

অন্যদিকে কেবল সাধারণ মানুষ নয়, এই চূড়ান্ত এনআরসি তালিকার দিকে তাকিয়ে রয়েছে অসমের শাসকদল বিজেপিও৷ জানা গিয়েছে, কেবল বরাক উপক্যতাতেই রয়েছে ১৫টা বিধানসভা আসন৷ একটা সময় এর মধ্যে ১৩টা আসনই ছিল কংগ্রেসের ঝুলিতে৷ কিন্তু গত বিধানসভায় এর অধিকাংশ আসনই দখল করে বিজেপি৷ যার একমাত্র কারণ ছিল হিন্দু বাঙালি ভোট৷ তবে, এই এনআরসি তালিকা থেকে হিন্দু বাঙালিদের নাম বাদ পড়লে, বরাক উপত্যকায় বিজেপির ভোটব্যাংকে ধস নামতে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির৷

[ আরও পড়ুন: দেশের অর্থনীতিতে অশনি সংকেত, চলতি ত্রৈমাসিকে রেকর্ড পতন জিডিপি-র ]

জানা গিয়েছে, চূড়ান্ত খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, গতকাল, অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাদের নথিপত্র যাচাই করা হয়েছে৷ ফলে প্রশ্ন উঠছে, গতকাল পর্যন্ত যদি নথিই যাচাই হয়, তবে আজ অর্থাৎ শনিবার নাম কীভাবে তাঁদের নাম আসবে৷ যদিও সরকারের তরফে জানা হয়েছে, ৫ জুলাইয়ের পর আর যাদের নথিপত্র যাচাইয়ের নোটিস পাঠান হয়নি, তাদের নাম এনআরসি তালিকায় জায়গা পাবে৷ প্রশাসন আশ্বাসের বাণী শোনালেও, মন নামছে না বরাক উপত্যকাবাসীর৷ ঘরছাড়া হওয়ার আশঙ্কা তাড়িয়ে বাড়াচ্ছে তাঁদের৷ পাশাপাশি, রয়েছে অন্য রাজ্যে হেনস্থার শিকার হওয়ার ভয়ও৷ শুক্রবার রাতের তুমুল বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গুয়াহাটি৷ শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের৷ একই সঙ্গে আশঙ্কার কালো মেঘ রয়েছে স্থানীয়দের মুখেও৷

The post NRC চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে বাঙালিরা, থমথমে বরাক উপত্যকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার