shono
Advertisement

Bengal Budget 2022: করোনা কালেও বেড়েছে আয়, বিধবা পেনশন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, একনজরে রাজ্য বাজেট

কোন কোন খাতে কত বরাদ্দ, দেখে নিন।
Posted: 03:42 PM Mar 11, 2022Updated: 07:32 PM Mar 11, 2022

সংবাদ প্রতিদিন ব্যুরো: হাজারও আর্থিক প্রতিকূলতা, করোনা কালে কর্মক্ষেত্রের দুর্দশা, উৎপাদন শিল্পে মন্দা, কেন্দ্রের অসহযোগিতা – সব সামলেও চলতি আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের আয় বেড়েছে। রাজস্ব আদায় আগের অর্থবর্ষের তুলনায় ৩.৭৬ গুণ বৃদ্ধি হয়েছে। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট (Bengal Budget 2022) পেশের পর তা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তুলে ধরলেন এই গুরুত্বপূর্ণ তথ্য। সামগ্রিকভাবে ‘জয় বাংলা’ বাজেট বলে একে ব্যাখ্যা করেন তিনি। জানালেন, সামগ্রিকভাবে ৮ গুণ বেশি বরাদ্দবৃদ্ধি হয়েছে। করোনা কালে যা যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর আরজি খারিজ হাই কোর্টে, সিবিআই মোকাবিলায় এবার কী পদক্ষেপ?]

২০২২-২৩ অর্থবর্ষে বিধবাদের পেনশনে বরাদ্দ বাড়ানো হয়েছে। করছাড়ে মেয়াদবৃদ্ধি, পরিবহণ-সহ একাধিক ক্ষেত্রে কর মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে ১১২ পাতার বাজেট আংশিকভাবে পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর অর্থদপ্তরের উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বাজেটের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নিন ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটের মূল ঘোষণা –

  • মোট বাজেট – ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা
  • রাজস্ব আদায় – ৭৯,৩৪৭ কোটি টাকা (আগের তুলনায় ৩.৭৬ গুণ বেশি)
  • বিধবা পেনশন খাতে বরাদ্দ বেড়ে ২৫০০ কোটি টাকা
  • স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা
  • নগরোন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা
  • সামাজিক প্রকল্পে বরাদ্দবৃদ্ধি – ১০.৭ গুণ
  • ‘লক্ষ্ণীর ভাণ্ডারে’ বরাদ্দ – ১০ হাজার কোটি টাকা
  • কৃষিতে বরাদ্দবৃদ্ধি -৩৩.২ গুণ
  • পরিবহণ কর, রেজিস্ট্রেশন ফি মকুব, বাজেট বরাদ্দ ১,৭৮৮ কোটি টাকা
  • CNG চালিত যানবাহনে রোড ট্যাক্স মকুব ( ২ বছরের জন্য)
  • ফ্ল্যাট-বাড়িতে করছাড়ের মেয়াদবৃদ্ধি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (২ শতাংশ) 
  • শিক্ষাক্ষেত্রে মোট বরাদ্দ ৩৫,১৯,২৯০  কোটি টাকা
  • ক্রীড়াক্ষেত্রে মোট বরাদ্দ প্রায় ৭৫০ কোটি টাকা
  • পর্যটন ক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪৬৮ কোটি টাকা
  • উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ ৭৯৭.৪৩ কোটি টাকা

[আরও পড়ুন: বিজেপির হট্টগোলের মাঝেই বাজেট পেশ চন্দ্রিমার, শেষ করলেন মুখ্যমন্ত্রীর কবিতায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement