সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্র করলেই মূলপর্বের টিকিট। বুধবার সন্তোষ ট্রফিতে নামার আগে এটাই ছিল বাংলার কাছে একমাত্র অঙ্ক। ৯০ মিনিটের লড়াই শেষে ড্র করল সঞ্জয় সেনের ছাত্ররা। বিহারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মূলপর্বে পৌঁছে গেল বাংলা। তবে বিহারের বিরুদ্ধে গোল করতে না পারা ভাবাবে বাংলা দলকে। উল্লেখ্য, গতবার বাংলা সন্তোষের মূলপর্বে যেতে পারেনি।
দুই ম্যাচে এগারো গোল। তার উপর একটাও গোল খায়নি বাংলা। চলতি বছরে সন্তোষ ট্রফির শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল বাংলা। যদিও শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক ছিলেন সঞ্জয় সেনের ফুটবলাররা। কারণ এদিন বিহার জিতে গেলে চাকু মান্ডিদের সঙ্গে সমান পয়েন্ট হয়ে যেত তাদেরও। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের ফলের ভিত্তিতে বিহারের সামনে মূলপর্বে যাওয়ার সুযোগ চলে আসবে। তাই শেষ ম্যাচে নামার আগে বাংলার লক্ষ্য ছিল, টানা তিন ম্যাচ ক্লিনশিট সহ বড় ব্যবধানে জিতে পরের রাউন্ডে যাওয়া।
সেই লক্ষ্য অবশ্য পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলা। শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে জিততে পারেননি রবি হাঁসদারা। পেনাল্টি থেকে গোলের সুযোগ এলেও সেটা হাতছাড়া করে বাংলা শিবির। শেষ পর্যন্ত দুদলই গোল করতে পারেনি। তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে মূলপর্বে উঠে গেল বাংলা। উল্লেখ্য, গতবার বাংলা সন্তোষের মূলপর্বে যেতে পারেনি। প্রবল সমালোচনা হয়েছিল। কিন্তু এবার গ্রুপ পর্বের দুটো ম্যাচেই ফুল ফুটিয়েছেন রবি হাঁসদা, মনোতোষ মাঝিরা। মূলপর্বে ওঠার পরে এই বাংলা দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা।