shono
Advertisement

ঊর্ধ্বমুখী সুস্থতার হার, ২৪ ঘণ্টায় করোনাজয়ী প্রায় ১৬ হাজার রাজ্যবাসী

সুস্থতার হার ৮৫.০৬ শতাংশ।
Posted: 08:01 PM May 03, 2021Updated: 09:02 PM May 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। শেষ কয়েকদিনে নিয়মিত বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় আগের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। যা স্বল্প আশার আলো দেখিয়েছে রাজ্যবাসীকে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৫০১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯০ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৬৫ জন। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৯০ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৬২ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। দার্জিলিংয়ে একদিনে সংক্রমিত পাঁচশোর বেশি। এছাড়াও সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮০, ৮৯৪।

[আরও পড়ুন: বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ, বনগাঁয় ব্যর্থতার জন্য দলের নেতাকেই দুষছে তৃণমূল]

একদিনে করোনা রাজ্যের যে ৯৮ জনের প্রাণ কেড়েছে তাঁদের মধ্যে ২৩ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, ৬৩৭। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫,৯৩৭ জন। তাঁদের মধ্যে ৩,৮৩৭ জন কলকাতার।  সুস্থতার হার ৮৫.০৬ শতাংশ।  সুস্থতা সামান্য হলেও কমিয়েছে উদ্বেগ। 
 

[আরও পড়ুন: করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement