shono
Advertisement
university classroom

ক্লাসের মধ্য়েই অধ্যাপিকাকে সিঁদুরদান ছাত্রের! ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হইচই, দেখুন ভিডিও

বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published By: Paramita PaulPosted: 10:08 AM Jan 29, 2025Updated: 02:24 PM Jan 29, 2025

স্টাফ রিপোর্টার: ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া। ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য বলেন, "প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ।" ক্লাসরুমে বিয়ের নাটক যদি প্রজেক্টের অঙ্গই হয়ে থাকে তাহলে কেন ওই বিভাগীয় প্রধানকে ভাইরাল ভিডিওর জন্য ছুটিতে পাঠানো হল, সেই প্রশ্নও উঠছে।

বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, ভিডিওয় যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও রয়েছে। ভিডিও প্রকাশ হতেই তাই বিভাগীয় প্রধানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধান ও ওই পড়ুয়ার হদিশ মিলছে না। ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলুপ এঁটেছেন।

দেখুন ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া।
  • ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা।
  • মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement