মৈনাক মুখোপাধ্যায়: বেসরকারি কারখানার কুয়ো মেরামতির কাজ করতে গিয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। শনিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের (Raniganj) পাঞ্জাবি মোড় ফাঁড়ির অন্তর্গত কুনুষ্টোরিয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ইসিএল এর উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কুয়োর ভেতর অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ওই দুই শ্রমিকের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি কারখানার একটি কুয়ো মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা। তখন কুয়োর ভেতরে নামেন এক শ্রমিক। দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না মেলায় বিষয়টি দেখতে কুয়োয় নামেন আরও এক শ্রমিক। এর পর দুজনের কারও সাড়া না পাওয়ায় কর্মীরা সন্দেহ করেন ভেতরে বিষাক্ত গ্যাস রয়েছে। এর পর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশের পাশাপাশি এলাকায় আসে ইসিএলের উদ্ধারকারী দল ও দমকল। দীর্ঘ চেষ্টার পর অক্সিজেন-সহ নিচে নেমে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, মৃত ওই ২ শ্রমিকের নাম রতন কোড়া ও গোপি কোড়া।
[আরও পড়ুন: যোগীরাজ্যে একাকী লড়াই মমতার ‘সৈনিকে’র, অখিলেশের সমর্থনে জয়ের স্বপ্ন ললিতেশপতির]
এই ঘটনায় ইসিএলের উদ্ধারকারী দলের সদস্য সেফটি অফিসার অভিষেক কুমার বলেন, এটি একটি বেসরকারি কারখানার কুয়ো। এর গভীরতা বাড়ানোর কাজ চলছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। আমাদের কাছে খবর পৌঁছলে আমরা উদ্ধারের কাজে নামি। প্রথমে সেফটি ল্যাম্প কুয়োর ভেতর নামিয়ে দেখা যায় ভিতরে অক্সিজেন নেই। মাল্টি গ্যাস ডিটেক্টরে ধরা পরে ভিতরে মাত্র ১ শতাংশ অক্সিজেন রয়েছে। ফলে পর্যাপ্ত অক্সিজেন নিয়ে আমাদের এক কর্মী ভেতরে নেমে ওই দুই শ্রমিকের দেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে আমাদের অনুমান, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের।
[আরও পড়ুন: কুয়ো পরিষ্কার করতে নেমে বিপত্তি, শিলিগুড়িতে প্রাণ গেল ২ জনের]
প্রসঙ্গত, গতকাল শুক্রবার একইভাবে কুয়ো পরিস্কার করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছিল শিলিগুড়ির(Siliguri) ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরা লাইন এলাকায়। সেই ঘটনায় মৃত্যু হয় আশিক টপ্পো (২২) এবং বিজয় কুজুর (২৪) নামে ২ যুবকের। আরও এক যুবককে অচেতন অবস্থায় কুয়োর ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।