shono
Advertisement
2024 Lok Sabha Election

লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে পাঠানকে অর্থসাহায্য ৫০ মহিলার, টাকা হাতে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী

বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ভেজা চোখ কাঁদাল সভায় উপস্থিত মহিলাদেরও।
Posted: 09:59 AM May 04, 2024Updated: 04:03 PM May 04, 2024

কল্যাণ চন্দ, বহরমপুর: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জমানো টাকা প্রচারের কাজে দিলেন মহিলারা। তাও আবার তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস‌্য ইউসুফ পাঠানের প্রচারের মঞ্চে। সরাসরি তাঁরই হাতে। এলাকার ৫০ জন মহিলা এক হাজার করে টাকা তুলে দেওয়ার সময় আবেগে কেঁদেই ফেললেন বহরমপুরের তৃণমূল প্রার্থী।

Advertisement

শুক্রবার বিকেলে বহরমপুর (Berhampore) ব্লকের রাজধর পাড়া সবুজ সংঘের মাঠে সভা ছিল। তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের আয়োজিত সভায় হাজির হন বহরমপুর লোকসভার (Berhampore Lok Sabha) তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান (Yusuf Pathan)। সেখানেই এলাকার মহিলারা তাঁদের লক্ষীর ভাণ্ডার থেকে এক হাজার করে টাকা তুলে দেন ইউসুফ পাঠানের হাতে। তাঁদের কাছে টাকার খাম নিতে নিতে কেঁদে ফেলেন ইউসুফ। ইউসুফের আবেগ দেখে মঞ্চের মহিলাদেরও চোখ ছলছল করে ওঠে।

[আরও পড়ুন: ‘পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল’, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে তোপ দিলীপের]

এলাকার হাতিনগরের মহিলা সীমা মণ্ডল জানান, নির্বাচনে খরচের জন্য তিনি ইউসুফ পাঠানের হাতে এক হাজার টাকা তুলে দিয়েছেন। সেই টাকা নেওয়ার সময় আবেগে কেঁদে ফেলেছেন প্রার্থী। যা তাঁর কাছে শ্রদ্ধা বলে মনে হয়েছে। অন্যদিকে মর্জিনা বিবি বলেন, তাঁর বৈশাখী সয়ম্ভর গোষ্ঠীর পক্ষ থেকে মোট ২১ জন মহিলা এক হাজার টাকা করে ইউসুফ ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। ওই সামান্য টাকা প্রার্থীর কাজে লাগলে তাঁরা খুশী হবেন।

এদিকে এলাকার ওই মহিলাদের শ্রদ্ধা দেখে মঞ্চের মধ্যেই কেঁদে ফেললেন ইউসুফ পাঠান। তিনি বলেন, "উনহনে জো প্যার দিখাইয়া ইতনা, উনকা আহেসান ম্যায় ক্যাইসে চুকা পাউঙ্গা! বহুত মুশকিল কাম কিয়া উনহনে মেরে লিয়ে", বলেই ফের কাঁদতে শুরু করেন ইউসুফ। এদিনের সভায় বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান ,বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইনুদ্দিন মণ্ডল-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা শেষে হুডখোলা জিপে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে SET গঠন, শ্লীলতাহানির অভিযোগ ‘অবিশ্বাস্য’, দাবি জেলবন্দি পার্থর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে পাঠানকে অর্থসাহায্য ৫০ মহিলার।
  • টাকা হাতে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী।
  • ইউসুফের আবেগ দেখে মঞ্চের মহিলাদেরও চোখ ছলছল করে ওঠে।
Advertisement