shono
Advertisement
BLO

অতিরিক্ত কাজের 'চাপ', এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির BLO-র!

পরিবারের দাবি, ব্রেন স্ট্রোক হয় ওই প্রৌঢ়ার।
Published By: Sayani SenPosted: 05:58 PM Nov 09, 2025Updated: 07:49 PM Nov 09, 2025

অভিষেক চৌধুরী, কালনা: রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তারই মাঝে দুঃসংবাদ। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র। পরিবারের দাবি, বিডিও আরও বেশি করে ফর্ম বিলি করার জন্য চাপ দিচ্ছিলেন। সে কারণেই নাকি মানসিক চাপে ছিলেন মহিলা। তাই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

নিহত নমিতা হাঁসদা। তিনি মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও। বছর পঞ্চাশের ওই মহিলা মেমারির চক বলরামপুরের বাসিন্দা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। জানা গিয়েছে, মেমারি থানার বোহার দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় শনিবার এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করেন পরিবারের লোকজনেরা।

মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন, "এনুমারেশন ফর্ম বিলি নিয়ে খুব চাপ দেওয়া হচ্ছিল। চাপটা বিডিও থেকে আসছিল। বারবার বলা হচ্ছিল কী করছেন এখনও ৮০ শতাংশ কাজ হয়নি। সন্ধ্যাবেলাতেও ফর্ম বিলি করছিল। এত ফর্ম বিলি করতে হবে ভেবে চিন্তা করছিল। আমি বলেছিলাম এত দুশ্চিন্তা কোরো না। বিলি করতে গিয়েই ব্রেন স্ট্রোক হয়।" ওই মহিলার ছেলে কর্মসূত্রে অন্যত্র থাকেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই বাড়ি ফেরেন তিনি। এদিন বলেন, "মা মাঝে মাঝে ফোন করত। বলত কাজ কিছুই বুঝতে পারছি না। চাপ নিতে পারছি না। কে চাপ দিচ্ছিল, তা অবশ্যই বলেনি কখনও। আমি বাইরে থাকি। তাই সেভাবে কথা হয়নি। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়। সকালে বলল মৃত্যু হয়েছে।" যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির BLO-র!
  • পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হয়েছে তাঁর।
  • যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
Advertisement