shono
Advertisement

পণের টাকা দিতে পারেনি বাপের বাড়ি, গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ

নির্মম ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দালালাবাদ৷ The post পণের টাকা দিতে পারেনি বাপের বাড়ি, গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Aug 11, 2019Updated: 09:21 PM Aug 11, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: পণ হিসাবে বাইকের টাকা দিতে পারেনি বাপের বাড়ির লোকজন৷ তাই প্রায়ই শুনতে হত গঞ্জনা৷ সহ্য করতে হত মারধরও৷ তবে শুক্রবার অত্যাচার আর সহ্য করতে পারেননি তিনি৷ তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ৷ নির্মম ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দালাবাদ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: বিনা অনুমতিতে হিন্দু সংহতির কর্মসূচিতে ছবি ও নাম ব্যবহার, ক্ষুব্ধ বিজেপি নেতা]

বছর দেড়েক আগে হিঙ্গলগঞ্জ থানার দালালাবাদ এলাকার বাসিন্দা ফতেমার সঙ্গে বিয়ে হয় রবিউল গাজির৷ মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন। ফতেমার বাপের বাড়ির দাবি, বিয়েতে যা দেওয়া হয়েছিল তাতে মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের মন ভরেনি। তাই বিয়ের পর থেকেই পণের দাবিতে ফতেমাকে অত্যাচার করা হত৷ অভিযোগ, রবিউল ও তার বাবা-মা প্রায়ই পণ হিসাবে নানা সামগ্রী চাইত৷ ফতেমাকে দিনকয়েক আগে বাপেরবাড়ি থেকে বাইক কেনার টাকা আনতে বলা হয় বলেও অভিযোগ৷ তবে তাঁর বাপের বাড়ির লোকজন টাকা দিতে পারবে না বলেই জানিয়ে দেয়৷ সেই শেষবার বাবা-মার সঙ্গে ফোনে কথা হয় ফতেমার৷

[আরও পড়ুন: তৃণমূলের কার্যালয়ে বোমাবাজি, শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত সোদপুর]

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গত শুক্রবার ফতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ তাঁরাই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷ মেয়ের মৃত্যুর খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানায় যান ফতেমার বাবা৷ পণ দিতে না পারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন তিনি৷ ফতেমার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে তার স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করে৷ রবিবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়৷ বিচারক তাঁদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে৷ সাত মাসের একটি সন্তানও রয়েছে ফতেমার৷ আপাতত গৃহবধূর বাবা-মার কাছেই রয়েছে সে৷ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব মৃতার বাপের বাড়ির লোকজন।

The post পণের টাকা দিতে পারেনি বাপের বাড়ি, গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement