shono
Advertisement

Breaking News

Siliguri

মাত্র ২০০ টাকার জন্য প্রতিবেশীর হাতে খুন যুবক! চাঞ্চল্য শিলিগুড়িতে

নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায়।
Published By: Tiyasha SarkarPosted: 02:54 PM Apr 15, 2025Updated: 02:54 PM Apr 15, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়: মাত্র ২০০ টাকা নিয়ে বচসা! তার জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সজল কর্মকার। তাঁর বয়স ৪৮ বছর। শিলিগুড়ির পোড়াঝাড় এলাকার বাসিন্দা সজল পেশায় শ্রমিক ছিলেন। তিনি অভিযুক্ত মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন বলে খবর। সবটাকাই ফিরিয়েছিলেন, তবে ২০০ টাকা দেওয়া বাকি ছিল। ওই ২০০ টাকা নিয়েই সোমবার রাতে সজল ও মন্টুর মধ্যে বিবাদ বাঁধে বলে খবর। একপর্যায়ে তা চরম আকার নেয়। দু'জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অভিযোগ,  সেই সময়ই সজলের উপর ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্ত মন্টু। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সজল। স্থানীয়রা বিষয়টি জানামাত্রই আক্রান্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র ২০০ টাকা নিয়ে বচসা! তার জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।
  • নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায়।
  • ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement