shono
Advertisement

Breaking News

Bandel

ভরসন্ধেয় ব্যান্ডেল স্টেশনে চলল গুলি, 'খুন' কলকাতা পুরসভার কর্মী

ভরসন্ধেয় ব্যান্ডেল স্টেশনে চলল গুলি। কলকাতার পর ব্যান্ডেলে শুটআউটে ঘটনাস্থলেই মৃত্যু ব্যক্তির। কে বা কারা তাঁকে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও শত্রুতা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 09:02 PM Jul 03, 2024Updated: 10:03 PM Jul 03, 2024

সুমন করাতি, হুগলি: ভরসন্ধেয় ব্যান্ডেল স্টেশনে চলল গুলি। কলকাতার পর ব্যান্ডেলে শুটআউটে ঘটনাস্থলেই মৃত্যু ব্যক্তির। কে বা কারা তাঁকে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও শত্রুতা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মৃত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা। বছর পঞ্চাশের ওই ব্যক্তি নিউ কাজিডাঙা এলাকার বাসিন্দা। কলকাতা পুরসভার কর্মী তিনি। বুধবার সন্ধেয় কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়ার কাছে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা। বুকের বাঁ দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে লালবাবুর।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলায় জুড়ল কুণাল ঘোষ, সায়ন্তিকা ও রেয়াতের নাম]

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া থানার আইসি-সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে দুষ্কৃতীদের টার্গেটে লালবাবু,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে খুন নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা সম্পর্কে কোনও তথ্যের আশায় সদ্য স্বজনহারা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: গণপিটুনিতে প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ, কড়া নির্দেশিকা জারি নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরসন্ধেয় ব্যান্ডেল স্টেশনে চলল গুলি। কলকাতার পর ব্যান্ডেলে শুটআউটে ঘটনাস্থলেই মৃত্যু ব্যক্তির।
  • কে বা কারা তাঁকে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।
  • পারিবারিক কোনও শত্রুতা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement