shono
Advertisement

Breaking News

Murshidabad

প্রতিবেশীর অস্ত্রের এক কোপে কবজি থেকে আলাদা যুবকের হাত! শোরগোল ডোমকলে

থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 08:27 PM Apr 13, 2025Updated: 08:27 PM Apr 13, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: বিদ্যুতের খুঁটি নিয়ে অশান্তির জের। প্রতিবেশীর ধারালো অস্ত্রের এক কোপে কবজি থেকে আলাদা যুবকের হাত! ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলের বাজিতপুর মালিথাপাড়ায়। জখম আরও বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে। জখম রাজেন শেখ জানান, প্রতিবেশী লালনের বাড়ির সীমানায় বিদ্যুতের খুঁটি পোতার প্রস্তুতি চলছিল। তাতে বাঁধা দেয় প্রতিবেশী আজাদ খান ও তাঁর লোকজন। পাশেই একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই সময় আক্রান্তরা ঝামেলা থামাতে বলে। তখনই আজাদ খান এবং তাঁর দুই ছেলে রাসিকুল ও আলমগীর ধারালো অস্ত্র দিয়ে রাজেন ও তাঁর তুতো ভাইদের কোপ মারে। এক কোপে রাজেনের কবজি থেকে কেটে পড়ে হাত।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে দৌরাত্ম্যের ছবি। ইতিমধ্যেই অভিযুক্তদের চারজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত আরও কয়েকজন বেপাত্তা। তাঁদের খোঁজ চলছে। এলাকা শান্ত রাখতে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্যুতের খুঁটি নিয়ে অশান্তির জের। প্রতিবেশীর ধারালো অস্ত্রের এক কোপে কবজি থেকে আলাদা যুবকের হাত!
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলের বাজিতপুর মালিথাপাড়ায়।
Advertisement