shono
Advertisement
Nadia

গায়ে পেরেক, গলায় ব্লেড! বিজেপি কর্মীর বাড়ির সামনে রহস্যময় পুতুল ঘিরে শোরগোল

কী উদ্দেশ্যে পুতুলটি রেখে যাওয়া হয়েছিল? নেপথ্যে কে বা কারা, তা এখনও ধোঁয়াশা।
Published By: Tiyasha SarkarPosted: 02:34 PM Jan 15, 2026Updated: 03:14 PM Jan 15, 2026

গায়ে পেরেক, গলায় ব্লেড! সাতসকালে বিজেপি কর্মীর বাড়ির বাইরে মিলল এমনই এক রহস্যময় পুতুল। যা ঘিরে প্রবল শোরগোল নদিয়ার (Nadia) চাকদহে। ওই বিজেপি কর্মীর পরিবার ও প্রতিবেশীদের দাবি, ক্ষতি করার উদ্দেশ্যে বা ভয় দেখাতেই কেউ একাজ করেছে। খবর পেয়েই পুলিশ গিয়ে পুতুলটিকে উদ্ধার করেছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম নরেশ সরকার। নদিয়ার (Nadia) চাকদহ থানার মদনপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তিনি। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে বাড়ির সদর দরজা খোলেন তিনি। তখনই নজরে পড়ে সাদা কাগজের তৈরি একটি পুতুল। কাছে যেতেই দেখেন, পুতুলটির শরীরে পেরেক পোঁতা, শরীরে গোলাপি রঙের ছোপ, গলায় ব্লেড। স্বাভাবিকভাবেই কিছু বুঝে উঠতে না পারলেও আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। অধিকাংশের আশঙ্কা ছিল, পুতুলটির মধ্যে বিস্ফোরক থাকতে পারে। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে পুতুলটিকে উদ্ধার করে। তারপর খানিকটা স্বস্তিতে স্থানীয়রা। কিন্তু কী উদ্দেশ্যে পুতুলটি রেখে যাওয়া হয়েছিল? নেপথ্যে কে বা কারা, তা এখনও ধোঁয়াশা। বিজেপি কর্মীর দাবি, খুনের হুমকি দেওয়া হয়েছে এভাবে। বিষয়টির তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শীঘ্রই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement