shono
Advertisement
Siliguri

ফুটবল মাঠে যুবকের থেঁতলানো দেহ, মদের আসরে বচসার জেরে খুন?

প্রবল শোরগোল বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়।
Published By: Tiyasha SarkarPosted: 02:29 PM Apr 15, 2025Updated: 02:29 PM Apr 15, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পয়লা বৈশাখে ভয়ংকর কাণ্ড। ফুটবল মাঠের পাশ থেকে উদ্ধার যুবকের থেঁতলানো দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল শিলিগুড়ির বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম বিক্রম রাই। তাঁর বয়স ৩৫ বছর। বাগডোগরার ভুট্টাবাড়ির বাসিন্দা তিনি। তবে কর্মসূত্রে থাকতেন অন্যরাজ্যে। সম্প্রতি এলাকায় ফেরেন তিনি। মঙ্গলবার সকালে ভয়ংকর দৃশ্য। ভুট্টাবাড়ি ফুটবল মাঠের পাশে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগডোগরা থানার পুলিশ।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের আসরে বচসার জেরেই যুবককে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা হবে। তাতেই অভিযুক্তদের কাছে পৌঁছনোর সূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পয়লা বৈশাখে ভয়ংকর কাণ্ড। ফুটবল মাঠের পাশ থেকে উদ্ধার যুবকের থেঁতলানো দেহ।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
  • প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement