অর্ণব দাস, বারাকপুর: এবার চিকিৎসক অনিকেত মাহাতোর (Aniket Mahato) বিরুদ্ধে বিস্ফোরক অভয়ার বাবা-মা। তাঁদের মেয়ের নামে অনিকেত টাকা চাইবে কেন? সেই প্রশ্ন ছুড়ে দিলেন তাঁরা। শুধু তাই নয়, অনিকেতের ডাকে কোনও আন্দোলনেই তাঁরা যাবেন না। একথাও সাফ জানিয়ে দিলেন অভয়ার বাবা-মা।
আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। ঘটনার পর গোটা বাংলাজুড়েই প্রবল ক্ষোভ ছড়িয়েছিল। পুলিশ দ্রুত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। আদালতে তাঁর বিচার হয়। সঞ্জয় আমৃত্যু কারাবন্দি। অভয়া মৃত্যুর পর আন্দোলনে নেমেছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। ওই আন্দোলনের অন্যতম মুখ আর জি করের চিকিৎসক অনিকেত মাহাতো। এবার তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন অভয়ার বাবা-মা।
আইনি লড়াইয়ে জিতে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিলেন অনিকেত (Aniket Mahato)। তবে এখন অনিকেত আর জি কর হাসপাতাল থেকে এসআর শিপ ছেড়ে দিতে চাইছেন। বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য ৩০ লক্ষ টাকা অনিকেতকে দিতে হবে। সেই টাকা দেওয়ার জন্য সাধারণ মানুষের সঙ্গে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। এই বিষয়ে সাংবাদিক বৈঠকও করেছিলেন অনিকেত।
অভয়ার মায়ের কথায়, "অনিকেত যেটা করছে সেটা আমরা ভালোভাবে নিইনি। ও লড়াই করে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিল। লড়াই জেতার আনন্দ না নিয়ে ছেড়ে দিল। মানুষের কাছে বলল টাকার দরকার। আমি অভয়া আন্দোলন করেছি, আমাকে টাকা দিন।"
সেই বিষয়ে এবার চরম ক্ষোভপ্রকাশ করলেন অভয়ার বাবা-মা। অভয়ার মায়ের কথায়, "অনিকেত যেটা করছে সেটা আমরা ভালোভাবে নিইনি। ও লড়াই করে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিল। লড়াই জেতার আনন্দ না নিয়ে ছেড়ে দিল। মানুষের কাছে বলল টাকার দরকার। আমি অভয়া আন্দোলন করেছি, আমাকে টাকা দিন।" তাঁর সোজাসাপটা প্রশ্ন, "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে কেন? এটা আমরা তীব্র বিরোধিতা করি।" অনিকেতের ডাকে আর তাঁরা সিজিও কমপ্লেক্সে যাবেন না। সেই কথাও এদিন জানিয়ে দেন তাঁরা। অভয়ার মায়ের কথায়, "সিজিও অফিস যাব। পরে যাব। অনিকেতের নেতৃত্বে অভয়ার বাবা-মা কখনওই যাবে না। আমরা কোনও রাজনীতি চাই না। আমাদের ডাকে সবাই আমাদের সঙ্গে আসবেন। কিন্তু আমরা কারও সঙ্গে যাব না।"
