shono
Advertisement
Budge Budge Robbery

আসানসোলের পর বজবজ, ফের ভরদুপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি

ক্রেতা সেজে ওই দোকানে আসে ডাকাতদল।
Published By: Sayani SenPosted: 02:58 PM Jun 28, 2024Updated: 04:15 PM Jun 28, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আসানসোলের পর বজবজ। ফের ভরদুপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে ওই দোকানে আসে ডাকাতদল। কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল।

Advertisement

ওই সোনার গয়নার দোকানটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার বুইতার মিঠাপুকুর এলাকার। অভিযোগ, রাস্তার ধারের ওই সোনার দোকানে দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে। গয়না দেখার অছিলা করে তারা। দোকান মালিক একাধিক সোনার গয়নাগাটি দেখতে চায় তারা। এর পর দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। ওই ডাকাত দলের তিনজনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। এবং তাদের মাথায় ছিল হেলমেট। সোনার গয়নাগাটি ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়।

এই গয়নার দোকানটিতে আসে ডাকাতদল

[আরও পড়ুন: ‘আমার ব্যাগে বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে দাবি যাত্রীর, তীব্র আতঙ্ক]

পালানোর সময় দোকান মালিক চিৎকার শুরু করেন। সেই সময় রাস্তাঘাটে লোকজন কম ছিল। বিনা বাধাতেই তিন ডাকাতদল বাইক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার বিশাল পুলিশবাহিনী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদলকে চিহ্নিত করার কাজ করছেন বজবজ থানার আধিকারিকরা। বজবজ থানায় দোকান মালিক অরুণ জানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় অধরা ডাকাতদলের প্রত্যেকে। এর আগে প্রায় ওই একই জায়গায় অন্য একটি সোনার দোকানে ডাকাতি হয়। একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় সকলেই।

[আরও পড়ুন: শেষ ভিসার মেয়াদ, রাজ্যে রমরমিয়ে ব্যবসা বাংলাদেশির, ইডিকে তদন্তভার হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসানসোলের পর বজবজ। ফের ভরদুপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি।
  • ক্রেতা সেজে ওই দোকানে আসে ডাকাতদল।
  • কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল।
Advertisement