shono
Advertisement

হুড়মুড় করে ভেঙে পড়ল নবনির্মিত পাঁচিল, ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণহানি একরত্তির

সন্তানকে হারিয়ে শোকে আকূল পরিবার।
Posted: 09:13 PM Mar 27, 2024Updated: 09:13 PM Mar 27, 2024

অর্ণব দাস, বারাসত: খেলতে গিয়ে নবনির্মিত পাঁচিল ভেঙে চাপা পড়ে মৃত্যু বছর আড়াইয়ের এক শিশুকন্যার। বুধবার বিকেলের ঘটনায় দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিমুলিয়া গ্রামের দুটি বাড়ির সীমানায় দিনকয়েক আগে একটি চার ফুটের পাঁচিল তৈরি হয়েছে। এদিন বিকেলে গ্রামের কয়েকজন কচিকাঁচা সেই প্রাচীর ঘেঁষেই খেলা করছিল। কেউ কেউ পাঁচিলের উপরে উঠেছিল। আবার কেউ পাঁচিলে ধাক্কা দিচ্ছিল। সেই সময় আচমকাই পাঁচিলটি ভেঙে পড়লে নিচে চাপা পড়ে যায় বছর আড়াইয়ের সোহিনী খাতুন।

[আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে হারের পরে বিশাল অঙ্কের জরিমানা গিলকে, কিন্তু কেন?]

পরিবার এবং প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা সিন্টু মণ্ডল জানান, পাঁচিল ঘেঁষে অনেক বাচ্চাই খেলা করছিল। কিন্তু পাঁচিল ভেঙে আমার মেয়েটাই শেষ হয়ে গেল। এই ঘটনার পর ওই পাঁচিল নির্মাণ এবং তাতে ব্যবহৃত সামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, পাঁচিল ভেঙে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে অন্য কেউ জখম হয়নি।

[আরও পড়ুন: বিজেপিকে সমর্থন করায় ‘ফ্যাসিবাদী’ তকমা, ব্রিটেনে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement