shono
Advertisement

Breaking News

চোলাইয়ের ঘাঁটি ভাঙতে অভিযান বর্ধমানে, পুলিশকে দেখেই ক্যানালে ঝাঁপ মদ বিক্রেতার

বর্ধমানের বিভিন্ন প্রান্তে চোলাই বিরোধী অভিযান চালায় পুলিশ।
Posted: 02:39 PM Oct 28, 2023Updated: 02:40 PM Oct 28, 2023

অর্ক দে, বর্ধমান: পুলিশের ভয়ে ক্য়ানালের জলে ঝাঁপ দিলেন বৃদ্ধ চোলাই বিক্রেতা। শুক্রবার মাঝরাত থেকে নিখোঁজ বর্ধমানের (Bardhaman) বৃদ্ধ। তাঁর খোঁজে ক্যানালের জলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

শুক্রবার রাতে বর্ধমানের বিভিন্ন প্রান্তে চোলাই বিরোধী অভিযান চালায় পুলিশ। রাত দুটো নাগাদ ডিভিসি ক্য়ানাল লাগোয়া ফকিরপুরে হানা দেয় বাহিনী। সূত্রের খবর, সেখানে চোলাই মদ বিক্রি করছিলেন বৃদ্ধ গণেশ মালিক। পুলিশকে দেখেই চোলাইয়ের হাঁড়ি নিয়ে খালের জলে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে খালের জলে তলিয়ে যান। এর পর থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত তাঁর হদিশ মেলেনি।

[আরও পড়ুন: গ্রেপ্তার জ্যোতিপ্রিয়, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ধরপাকড়ের প্রতিবাদে পথে উত্তরসূরি রথীন]

উল্লেখ্য, বর্ধমানের বেশ কিছু এলাকায় চোলাইয়ের ঘাঁটি রয়েছে। চোলাইয়ের ঘাঁটি ভাঙতে পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালায়। শুক্রবার রাতেও চোলাইয়ের ঘাঁটি ভাঙতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানেই এই বিপত্তি ঘটে যায়।

[আরও পড়ুন: ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা, নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক হামলা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার